• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

তিউনিশিয়ায় অভিবাসীদের নিয়ে নৌকাডুবি, ৮০ জনের মৃত্যুর আশঙ্কা (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৫ জুলাই ২০১৯, ০৯:২৩

তিউনিশিয়া উপকূলে অভিবাসীদের নিয়ে এক নৌকাডুবিতে ৮০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। জাতিসংঘের মাইগ্রেশন এজেন্সি জানিয়েছে, এই অভিবাসীরা লিবিয়া থেকে ইউরোপে যাচ্ছিল। কিন্তু তিউনিশিয়া উপকূলে নৌকাটি ডুবে যায়।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানায়, বুধবার তিউনিশিয়া উপকূলে অভিবাসীদের নিয়ে একটি নৌকা ডুবে যায়। নৌকায় থাকা ৮২ জন নিখোঁজ রয়েছে। এছাড়া চারজনকে উদ্ধার করেছে স্থানীয় জেলেরা। এই চারজনের মধ্যে একজন হাসপাতালে নেয়ার পর মারা গেছেন।

তিউনিশিয়ার এক সরকারি সূত্র জানিয়েছে, উদ্ধার হওয়া ব্যক্তিরা কোস্ট গার্ডকে বলেছেন যে তারা লিবিয়া থেকে ইউরোপ যাচ্ছিল। কিন্তু এখানে এসে নৌকা ডুবে যায়। এতে অনেকেই পানিতে তলিয়ে গেছেন।

এদিকে জাতিসংঘের অভিবাসী বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের (আইওএম) মুখপাত্র ফ্লাভিও ডি জিয়াকমো এক টুইট বার্তায় বলেন, সেখানে কী ঘটেছিল এবং কতজন নিখোঁজ আছে তা নিশ্চিত করতে আরও আপডেট প্রয়োজন।