• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

সৌদি মিউজিক ফেস্টিভাল মাতাবেন নিকি মিনাজ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৪ জুলাই ২০১৯, ১৫:১৭
সৌদি আরব মিউজিক ফেস্টিভাল
সৌদি মিউজিক ফেস্টিভালে যোগ দিতে আসছেন নিকি মিনাজ

চলতি মাসে একটি মিউজিক ফেস্টিভালে যোগ দিতে র‍্যাপার নিকি মিনাজকে আমন্ত্রণ জানিয়েছে সৌদি আরব। রক্ষণশীল হিসেবে পরিচিত এই দেশটির এমন পদক্ষেপে বিস্মিত হয়েছেন অনেকে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, জেদ্দা ওয়ার্ল্ড ফেস্টে যোগ দিতেই সৌদি আসছেন মিনাজ। এই মিউজিক ফেস্টিভালটি জুলাইয়ের ১৮ তারিখ অনুষ্ঠিত হবে। এতে ডিজে স্টিভ এওকি এবং গায়ক লিয়াম পাইনেও অংশ নেবেন। এই অনুষ্ঠানে যোগ দিতে ইচ্ছুক আন্তর্জাতিক দর্শনার্থীদের দ্রুততার সঙ্গে ভিসা দিচ্ছে সৌদি কর্তৃপক্ষ।

মিনাজ যত না র‍্যাপার হিসেবে পরিচিত তার চেয়ে বেশি পরিচিত তার স্পষ্ট লিরিক এবং ‘অশালীন’ পারফরমেন্সের জন্য। এরপরও তিনি সৌদি আরবে কিভাবে আমন্ত্রণ পেলেন সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সবার মনে।

অবশ্য সম্প্রতি কিছু বিধি-নিষেধ থেকে বের হয়ে এসেছে সৌদি আরব। গত বছর সিনেমা হলের ওপর ৩৫ বছর ধরে চলা নিষেধাজ্ঞা তুলে নেয় কর্তৃপক্ষ এবং নারীদের ড্রাইভিংয়ের অনুমতি দেয়া হয়।

দেশটির অর্থনৈতিক পুনর্গঠনের জন্য ভিশন ২০৩০-এর আওতায় এসব করছে সৌদি সরকার। তারা মূলত তেলের ওপর নির্ভরশীলতা কমাতে চাচ্ছে। এজন্যই দেশের অভ্যন্তরে অর্থ খরচের জন্য নাগরিকদের বিভিন্ন সুযোগ করে দেয়া হচ্ছে।

২০১৭ সালে সৌদি আরবের ক্ষমতাসীন যুবরাজ মোহাম্মদ বিন সালমান ‘চরমপন্থী মতাদর্শ’ থেকে সরে আসার ঘোষণা দেন। একইসঙ্গে সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে আরও উদার শাসনব্যবস্থা প্রচলনের কথা বলেন তিনি।

ডি/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সৌদিতে ভারী বৃষ্টিপাতে ডুবে গেছে রাস্তাঘাট
রিয়াদে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত
ইসরায়েলকে সহায়তা প্রসঙ্গে যা জানাল সৌদি আরব
কোরবানির ঈদের সম্ভাব্য তারিখ
X
Fresh