• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

দিল্লির মন্দিরে হামলায় সাম্প্রদায়িক উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৪ জুলাই ২০১৯, ১৩:২৫
দিল্লি মন্দিরে হামলা
দিল্লির মন্দিরে হামলায় সাম্প্রদায়িক উত্তেজনা

দিল্লির চাদনি চকে মন্দিরে হামলার ঘটনায় এলাকাটিতে সাম্প্রদায়িক উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি নিয়ে দিল্লির পুলিশ কমিশনার অমুলিয়া পাতনাইককে তলব করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

বিভিন্ন সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানায়, এই ঘটনায় তাৎক্ষণিক পদক্ষেপ না নেয়ায় পুলিশ কমিশনারকে তিরস্কার করেছেন অমিত।

রোববার রাতে পুরাতন দিল্লির হজ কাজি এলাকায় একটি মন্দিরে ভাঙচুর চালানো হয়। এরপর থেকেই সেখানে দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এখনও সেখানে চাপা উত্তেজনা বিরাজ করছে।

এদিকে অমিত শাহ-এর সঙ্গে বৈঠক শেষে দিল্লির পুলিশ কমিশনার অমুলিয়া পাতনাইক বলেন, আমি তাকে সেখানকার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানিয়েছি।

বুধবার মন্দিরে হামলায় জড়িত থাকার অভিযোগে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল। এ সম্পর্কে পুলিশ কমিশনার বলেন, হজ কাজি এলাকার পরিস্থিতি এখন শান্ত। চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ডি/এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোস্তাফিজ ইস্যুতে বিসিবিকে ধুয়ে দিলেন ভারতের সাবেক তারকা
ভারতে লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু
ভারতের লোকসভা নির্বাচনে আজ ভোটগ্রহণ শুরু 
পাবনায় ১২ ট্রাক ভারতীয় চিনি আটক
X
Fresh