• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

সরেই দাঁড়ালেন রাহুল

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৩ জুলাই ২০১৯, ১৭:২১
রাহুল গান্ধী পদত্যাগ
রাহুল গান্ধী

কারও অনুরোধই রাখলেন না রাহুল গান্ধী। শেষ পর্যন্ত সরে দাঁড়ালেন কংগ্রেস সভাপতির পদ থেকে। লোকসভা নির্বাচনের ফল প্রকাশের ৪৫ দিনের মাথায় পদত্যাগ করলেন তিনি।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, রাহুল গান্ধী তার পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। টুইটারে একটি খোলা চিঠি লিখে নিজের পদত্যাগের কথা জানান তিনি।

এতোদিন কংগ্রেস দলের সেবা করতে পেরে সম্মানিত বোধ করছেন বলে নিজের খোলা চিঠিতে উল্লেখ করেছেন রাহুল। এই দেশ ও তার দলের কাছে কৃতজ্ঞ বলেও জানিয়েছেন তিনি।

এছাড়া নিজের চিঠিতে আবারও লোকসভা ভোটে পরাজয়ের দায় স্বীকার করেছেন রাহুল গান্ধী। দলের স্বার্থের কথা ভেবেই কংগ্রেস সভাপতির পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।

এদিকে এক সপ্তাহের মধ্যেই নতুন কংগ্রেস সভাপতির নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছে বিভিন্ন সূত্র। এই নিয়ে তৃতীয়বার কংগ্রেস দলের দায়িত্ব নেহেরু-গান্ধী পরিবারের বাইরে কারোর হাতে যাবে।

লোকসভা ভোটের ফল প্রকাশের পরই পদত্যাগ করবেন বলে জানান রাহুল। এরপর থেকেই কংগ্রেস নেতারা নানাভাবে তাকে বুঝানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্তে অনড় থাকলেন এই নেতা।

ডি/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা ভারতের
১৬ এপ্রিল : ইতিহাসে আজকের এই দিনে
ভারতীয় গ্র্যান্ডমাস্টারকে হারালেন বাংলাদেশের ফিদে মাস্টার নীড়
ইসরায়েলে ইরানের হামলা নিয়ে যা বলল ভারত
X
Fresh