• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

তিস্তার পানি না দেয়ায় ইলিশ পাঠানো বন্ধ করেছে বাংলাদেশ: মমতা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৩ জুলাই ২০১৯, ১৪:৩০
ইলিশ মাছ তিস্তার পানি
মমতা ব্যানার্জী

তিস্তার পানি না দেয়ায় পশ্চিমবঙ্গে ইলিশ পাঠানো বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার বিধাসভায় এ বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তবে আগামী দিনে এ রাজ্যে প্রচুর ইলিশ উত্‍পাদন হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, পদ্মার ইলিশ পশ্চিমবঙ্গে না যাওয়ায় বিধানসভায় আক্ষেপের সুর শোনা গেছে মুখ্যমন্ত্রীর গলায়। মঙ্গলবার বিধানসভার প্রশ্নোত্তর পর্বে বিধায়ক রহিমা বিবির এক প্রশ্নের উত্তরে মমতা বলেন, বাঙালি মাছে-ভাতে থাকতে ভালোবাসে। কিন্তু বাংলাদেশকে আমরা তিস্তার পানি দিতে পারিনি। তাই ওরা আমাদের ইলিশ মাছ দেয়া বন্ধ করে দিয়েছে। ওরা আমাদের বন্ধু দেশ। কিন্তু পানি নেই তো কোথা থেকে দেব?

তিনি আরও বলেন, আমরা ইলিশ মাছ নিয়ে রিসার্চ সেন্টার করেছি। আমাদের বাংলায় এখন ইলিশ মাছের অভাব নেই। আগামী দিনে রিসার্চ শেষ হলে পুরো দেশে আমরা ইলিশ সরবরাহ করতে পারব। দু-এক বছরের মধ্যে আর বাইরে থেকে আনতে হবে না মাছ।

ডি/এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতের পাটনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৬
মোদির বিরুদ্ধে ইসিতে ২০ হাজার নাগরিকের চিঠি
পাকিস্তানে নয়, ‘হাইব্রিড’ মডেলেই চ্যাম্পিয়নস ট্রফি খেলতে চায় ভারত
সমুদ্রের বেআইনি কার্যকলাপ রুখতে যৌথ উদ্যোগ ভারত ও ওমানের
X
Fresh