• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ইউরোপীয় ইউনিয়নের নেতৃত্বে ব্যাপক রদবদল

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৩ জুলাই ২০১৯, ১০:০৯
ইউরোপীয় ইউনিয়ন
জার্মানির প্রতিরক্ষা মন্ত্রী উরসুলা ভন দার লিয়েন

বেশ কয়েকদিনের সমঝোতা পর্ব শেষে ব্যাপক পরিবর্তন আসছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-র নেতৃত্বে। ইউরোপিয়ান কমিশন প্রধানের পদে মনোনীত হয়েছেন জার্মানির প্রতিরক্ষা মন্ত্রী উরসুলা ভন দার লিয়েন। জ্যঁ ক্লদ জাঙ্কারের স্থলাভিষিক্ত হবেন তিনি। আর ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের প্রধান হিসেবে মনোনীত হয়েছেন আইএমএফ প্রধান ক্রিস্টিনা লগার্দ।

এদিকে ইউরোপিয়ন কাউন্সিলের প্রেসিডেন্টের দায়িত্ব নিতে যাচ্ছেন বেলজিয়াম প্রধানমন্ত্রী চার্লস মাইকেল। তিনি ডোনাল্ড টাস্কের স্থলাভিষিক্ত হচ্ছেন। পররাষ্ট্রনীতি প্রধান হিসেবে প্রস্তাব করা হয়েছে স্পেনের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকা জোসেপ বরেলের নাম।

আর ইউরোপীয়ান পার্লামেন্টের প্রেসিডেন্ট হিসেবে সম্ভাব্য প্রার্থী হিসেবে আছেন জার্মানির ডানপন্থি ম্যানফ্রেড ওয়েবার ও বুলগেরিয়ার সমাজতন্ত্রী নেতা সার্গেই স্তানিশেভ।

মনোনীতদের প্রসঙ্গে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো বলেন, ফ্রান্স-জার্মানির ঐক্যের ফল এটি। অন্যদিকে ইইউ’র দুটি বড় পদে নারীদের মনোনয়ন নিয়ে আইরিশ প্রধানমন্ত্রী লিও ভারাদকার বলেছেন, লিঙ্গ সমতায় শক্তিশালী বার্তা দিতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন।

ইউরোপীয় ইউনিয়নের প্রায় সবগুলো পদই পার্লামেন্টে অনুমোদিত হয়ে থাকে।

এমএ/এ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আবারও নেতৃত্বে ফিরছেন বাবর আজম!
‘শিক্ষিত লোক নেতৃত্বে দিলে দেশ এগিয়ে যাবে’
জিম্মি জাহাজে অভিযানে মালিকপক্ষের আপত্তি
বশেমুরবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতৃত্বে হিরা-মনিরুল
X
Fresh