• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

নাইজেরিয়ায় তেলের ট্যাংকার বিস্ফোরণে নিহত ৪৫

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০২ জুলাই ২০১৯, ২২:২৪
নাইজেরিয়া তেলের ট্যাংকার বিস্ফোরণ
নাইজেরিয়ায় তেলের ট্যাংকার বিস্ফোরণে নিহত ৪৫

নাইজেরিয়ায় তেলের ট্যাংকার বিস্ফোরণে অন্তত ৪৫ জন নিহত হয়েছেন। সোমবার দেশটির উত্তরাঞ্চলের বেনু স্টেটে ট্যাংকারটি দুর্ঘটনায় পড়ে এবং পরবর্তীতে এটি বিস্ফোরিত হয়।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ট্যাংকারটির চালক হঠাৎ করে সামনে পড়া গভীর একটি গর্ত পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারান। তখন পাশ দিয়ে যাওয়া একটি বাসের নিষ্কাশন পাইপ রাস্তার সঙ্গে ঘর্ষণের ফলে স্ফুলিঙ্গ তৈরি হয়। আর সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, জায়গাটি থেকে ১০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া সেখান থেকে অন্তত ৭০ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

এ সম্পর্কে নাইজেরিয়ার ফেডারেল রোড সেফটি কমিশনের সেক্টর কমান্ডার আলিয়ু বাবা বলেন, তাদের অবস্থা দেখে মনে হয়েছে, সেখান থেকে অনেকেই বাঁচবে না।

ডি/এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফরিদপুরে বাস-পিকআপ সংঘর্ষ, নিহত বেড়ে ১৪
ফরিদপুরে দুর্ঘটনা : নিহতদের ৫ জন একই পরিবারের
দগ্ধ আরও একজনের মৃত্যু
ফরিদপুরে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১১
X
Fresh