• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা করলো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০২ জুলাই ২০১৯, ২১:৩৪
বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র
বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা করলো রাশিয়া

নতুন করে বিমান-বিধ্বংসী একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া। দেশটির বিমান ও ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী প্রতিরক্ষা কমান্ডের মুখপাত্র কর্নেল পাভেল কুজমিন আজ (মঙ্গলবার) এ তথ্য জানিয়েছেন।

পার্সটুডে এক প্রতিবেদনে জানিয়েছে, কয়েক দফা পরীক্ষার পর নতুন এ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়। কুজমিনের বরাত দিয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা বলেছে।

বিবৃতিতে বলা হয়, নতুন এ ক্ষেপণাস্ত্র তৈরি করা হয়েছে মূলত শত্রুর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করার জন্য। পরীক্ষার জন্য এ ক্ষেপণাস্ত্র কাজাখস্তানের সারি-শাগান পরীক্ষা কেন্দ্র থেকে ছোঁড়া হয়। এ সম্পর্কে বিস্তারিত আর কিছু বলা হয়নি।

কাজাখস্তানের সারি-শাগান পরীক্ষা কেন্দ্র থেকে মস্কো গত বছর অন্তত পাঁচবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। রুশ মুখপাত্র বলেছেন, যদিও নতুন করে এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়েছে তবে এরই মধ্যে তা রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র বহরে যুক্ত হয়েছে।

ডি/এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ১৭, শিশুসহ আহত ৬০
ইরানের প্রতিরক্ষা ব্যবস্থায় রাশিয়ার অস্ত্র
মুখ খুলল রাশিয়া
২ শতাধিক ড্রোন-মিসাইল ছুড়ে ইসরায়েলে ইরানের হামলা
X
Fresh