• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

বিমানের চাকা ধরে কেনিয়া থেকে লন্ডনগামী ব্যক্তির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০২ জুলাই ২০১৯, ১৮:৫১
বিমানের চাকা ধরে ভ্রমণ
এই বাগান থেকেই মৃতদেহটি উদ্ধার করা হয়

লন্ডনের আবাসিক এলাকার একটি বাগান থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, বিমানের চাকা ধরে কেনিয়া থেকে লন্ডন যাচ্ছিলেন তিনি। তাকে রোববার স্থানীয় সময় বিকাল সাড়ে তিনটার দিকে উদ্ধার করা হয়।

পুলিশের বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, নাইরোবি থেকে ছেড়ে আসা কেনিয়া এয়ারওয়েজের একটি বিমান থেকে ওই লোক পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের আগে নিশ্চিতভাবে কিছুই বলা যাবে না বলে উল্লেখ করেছে পুলিশ।

বিমানবন্দরের পাশে স্থানীয় এক ব্যক্তি বলেন, এক ব্যক্তি বাগানে রোদ পোহাচ্ছিলেন। তার কাছেই কয়েক মিটার দূরে আকাশ থেকে কিছু একটা পড়ে। এরপর তিনি বিষয়টি পুলিশকে জানান। পুলিশ এসে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে।

এক বিবৃতিতে লন্ডন পুলিশ জানায়, রোববার বিকেল সাড়ে তিনটার দিকে খবর পেয়ে পুলিশ ক্ল্যাফহামের একটি আবাসিক বাড়িতে যায়। এটির বাগান থেকে ওই ব্যক্তিকে মৃত উদ্ধার করা হয়। পুলিশ তার পরিচয় শনাক্ত করার চেষ্টা করছে।

ডি/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লন্ডনে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নাট্যনির্মাতার মৃত্যু
লন্ডন-ঢাকা ফ্লাইটে আসন ফাঁকা নিয়ে ফেসবুক পোস্ট, প্রতিবাদ বিমানের
লন্ডনের পুলিশ স্টেশনে আগুন
জাতিসংঘ পরিবেশ সম্মেলনে যোগ দিতে কেনিয়া যাচ্ছেন পরিবেশমন্ত্রী
X
Fresh