• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

সুদানে সেনা শাসনের বিরুদ্ধে রাস্তায় হাজারো মানুষ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০১ জুলাই ২০১৯, ০৪:৪৬
সুদান সেনা শাসন
সুদানের জনগণের বিক্ষোভ

সুদানে সেনা শাসনের বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছে হাজারো মানুষ। তারা সবাই সেনাবাহিনীর বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারী জনতার ওপর গুলি চালানোয় হতাহতের ঘটনা ঘটেছে।

বিক্ষোভকারীদের বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে জানায়, বেসামরিক নাগরিক এবং আধা সামরিক বাহিনীর ওপর টিয়ার গ্যাস ও গুলি চালায় নিরাপত্তাবাহিনী। এতে পাঁচ আন্দোলনকারী নিহত হয়।

এর আগে জুনের ৩ তারিখ দেশটিতে গণতন্ত্রের সমর্থনে বিক্ষোভকারীদের ওপর হামলায় ১২ জনেরও বেশি মানুষ নিহত হয়। ওই ঘটনার পর এবারই সবচেয়ে বেশি মানুষ রাস্তায় নেমে এলো।

এপ্রিলে প্রেসিডেন্ট ওমর আল বশিরকে সরিয়ে সেনাবাহিনী ক্ষমতায় আসার পর থেকে সুদানে অস্থিরতা চলছে। বশির ১৯৮৯ সালের ৩০ জুন এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় এসেছিলেন।

শুরুতে সুদানের জনগণ দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা বশিরের বিরুদ্ধে আন্দোলন শুরু করে। এরপর সেনাবাহিনী বশিরকে ক্ষমতাচ্যুত করে গ্রেপ্তার করে এবং ক্ষমতা নেয়। আর এটাই মানতে পারেনি সুদানের জনগণ। ফলে তারা সেনাবাহিনীর বিরুদ্ধেও আন্দোলন শুরু করে।

ডি/

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসরায়েলবিরোধী বিক্ষোভে উত্তাল মার্কিন বিশ্ববিদ্যালয়গুলো, গণগ্রেপ্তার
কাশ্মীরে স্বাস্থ্য কর্মীদের বিক্ষোভ
পাকিস্তানে কিশোরকে যৌন নিপীড়নের ঘটনায় বিক্ষোভ
পানি সংকট, কলস নিয়ে বিক্ষোভ
X
Fresh