• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

গ্রেপ্তারের পর ফিলিস্তিনি মন্ত্রীকে মুক্তি দিলো ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

  ৩০ জুন ২০১৯, ১৯:৫৩
মন্ত্রী ফাদি আল-হামদি
ফিলিস্তিনের জেরুজালেম বিষয়ক মন্ত্রী ফাদি আল-হামদি

ইসরায়েলি কর্তৃপক্ষ আজ রোববার একজন ফিলিস্তিনি মন্ত্রীকে গ্রেপ্তার করার কয়েক ঘণ্টা পর তাকে ছেড়ে দিয়েছে। পূর্ব জেরুজালেমে নিজের বাসা থেকে জেরুজালেম বিষয়ক মন্ত্রী ফাদি আল-হামদিকে গ্রেপ্তার করে ইসরায়েলি কর্তৃপক্ষ। পরে তাকে ছেড়ে দেয়া হয়েছে বলে ফিলিস্তিন কর্তৃপক্ষের বরাত দিয়ে খবর ছেপেছে বার্তা সংস্থা শিনহুয়া।

আল-হামদির আইনজীবী মুহান্নাদ জাবারা বলেন, ইসরায়েলের ডানপন্থি সরকারের চাপেই তাকে গ্রেপ্তার করা হয়েছিল। চিলির প্রেসিডেন্ট সেবাস্টিয়ান পিনেরা ও তার প্রতিনিধি দলকে শহরে আল-আকসা মসজিদে ঘুরানোর পর আল-হামদিকে গ্রেপ্তার করা হয় বলেই দাবি করেন জাবারা।

জাবারা বলেন, আল-হাদমিকে আটকে রেখে জেরুজালেম এবং আল-আকসা মসজিদে চিলির প্রেসিডেন্টকে নিয়ে যাওয়ার ঘটনায় ‘ইসরায়েলের সার্বভৌমত্ব’ লঙ্ঘন হওয়ার অভিযোগে ইসরায়েলের গোয়েন্দা ও পুলিশ কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করেন।

এর আগে মঙ্গলবার চিলির প্রেসিডেন্ট ও তার প্রতিনিধি দলকে আল-আকসা মসজিদে সফর করান আল-হাদমি। আর এতেই ক্ষুব্ধ হয় ইসরায়েল।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে জেরুজালেম বিষয়ক মন্ত্রী হিসেবে নিয়োগ পান আল-হামদি।

এ/ এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসরায়েলি হামলায় আরও ৭৯ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা হিজবুল্লাহর
চুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় ঘাতক বাসচালক গ্রেপ্তার
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলো আরও একটি দেশ
X
Fresh