• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

নির্বাচনে পরাজয়ের পর উত্তরপ্রদেশের ৩৬ কংগ্রেস নেতার পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ৩০ জুন ২০১৯, ০০:৩৮
রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্থী - rtvonline
দলটির এক জ্যেষ্ঠ নেতা জানান, আরও অনেকেই পদত্যাগ করতে পারেন। ছবি: ভারতীয় গণমাধ্যম এনডিটিভি

ভারতের লোকসভা নির্বাচনে পরাজয়ের পর থেকে এ পর্যন্ত উত্তরপ্রদেশের ৩৬ কংগ্রেস নেতা পদত্যাগ করেছেন। শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানায় ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

দেশটির প্রধান বিরোধী দলটি এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, বিধান পরিষদে কংগ্রেস নেতা দীপক সিং, রাজ্য শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্টে রনজিৎ সিং জুদেব, জেনারেল সেক্রেটারি আরাধনা মিশ্র মোনা, ভাইস প্রেসিডেন্ট আরপি ত্রিপাঠি এবং আরও কয়েকজন দলের পরাজয়ের দায় মেনে নিয়ে পদত্যাগ করেছেন।

সদস্যদের মধ্যে দলটি থেকে পদত্যাগকারীরা হলেন- গণমাধ্যম সমন্বয়ক রাজিব বক্সি, যুগ্ম গণমাধ্যম সমন্বয়ক পীযুষ মিশ্র, ওঙ্কার নাথ সিং, অমরনাথ আগারওয়াল, মুকেশ সিং চৌহান, প্রিয়াঙ্কা গুপ্ত ও অশোক সিং।

দীপক সিং এক বিবৃতিতে বলেন, যদি কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী পদত্যাগের কথা জানান, তবে আমার পদে থাকার কোনও মানেই নেই। তাই আমি বিধান পরিষদে কংগ্রেসের নেতার পদ থেকে পদত্যাগ করেছি।

কংগ্রেসের এক জ্যেষ্ঠ নেতা জানান, দলটির উত্তরপ্রদেশ শাখার আরও অনেক নেতা পদত্যাগ করতে পারেন। উত্তরপ্রদেশ কংগ্রেস কমিটির মোট সদস্য ১০০ জন।

পদত্যাগকারীদের মধ্যে আরো আছেন সতিশ আজমনি, শ্যাম কিশোর শুক্লা, হনুমান ত্রিপাঠি, দ্বিজেন্দ্র ত্রিপাঠি, শিব পাণ্ডে, পঙ্কজ তিওয়ারি এবং মঞ্জু দিক্ষিত।

কে/

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোদির বিরুদ্ধে ইসিতে ২০ হাজার নাগরিকের চিঠি
পাকিস্তানে নয়, ‘হাইব্রিড’ মডেলেই চ্যাম্পিয়নস ট্রফি খেলতে চায় ভারত
সমুদ্রের বেআইনি কার্যকলাপ রুখতে যৌথ উদ্যোগ ভারত ও ওমানের
বাতাসেই ভেঙে পড়ল সেতু
X
Fresh