• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

আবারো বাণিজ্য আলোচনায় সম্মত ট্রাম্প-জিনপিং

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৯ জুন ২০১৯, ১৮:৫৪
ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং, ছবি: সংগৃহীত

বিশ্ব অর্থনীতিকে এগিয়ে নিতে বাণিজ্য আলোচনায় সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। জাপানের ওসাকায় জি-টোয়েন্টি শীর্ষ সম্মেলনের এক পর্যায়ে সাইডলাইনে দুই দেশের সরকারপ্রধানদের বৈঠকে এমন সিদ্ধান্ত উঠে আসে।

বাণিজ্য আলোচনায় উভয়ে সম্মত হয়েছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং।

ট্রাম্প জানান, হুয়াওয়ের প্রযুক্তি পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে বিক্রিতে কোনো বাধা নেই। যদিও আগে চীনের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প এও জানান, আমদানিকৃত চীনা পণ্যে শুল্ক আরোপ করা হবে না। বেইজিং এর সঙ্গে এ নিয়ে সমঝোতার লক্ষ্যে নিয়মিত কাজ করে যাবে ওয়াশিংটন।

পরে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এক দীর্ঘ বিবৃতিতে জানায়, বৈঠকে চীন থেকে আমদানিকৃত পণ্যে যুক্তরাষ্ট্র আর নতুন শুল্ক বসাবে না। এই সিদ্ধান্তের পাশাপাশি এখন থেকে সুনির্দিষ্ট বিষয়ে আলোচনায় বসবে দুই দেশের মধ্যস্থতাকারীরা।

চীনা প্রতিষ্ঠানগুলোকে সঠিকভাবে মূল্যায়নে যুক্তরাষ্ট্র যেনো এগিয়ে আসে সে বিষয়ে ট্রাম্পকে অনুরোধ করেছেন শি জিনপিং।

বিশ্লেষকরা বলছেন, চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধ নিরসনে দুই দেশের সরকারপ্রধানের এমন বৈঠক বিশ্ব অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

এমএ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh