• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ফ্রান্সে রেড অ্যালার্ট

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৯ জুন ২০১৯, ১১:০৬
তাপমাত্রার নতুন রেকর্ড
ফ্রান্সে তাপমাত্রার রেকর্ড

ইউরোপে চলছে প্রচণ্ড তাপপ্রবাহ। অঞ্চলটির প্রতিটি দেশ অসহনীয় গরমের মধ্য দিয়ে যাচ্ছে। এর মধ্যেই তাপমাত্রার নতুন রেকর্ড গড়েছে ফ্রান্স। দেশটির তাপমাত্রা ৪৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। এটিই ফ্রান্সের ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ফ্রান্সের সর্বোচ্চ এই তাপমাত্রা রেকর্ড করা হয় দেশটির দক্ষিণাঞ্চলের গ্যালারগুয়েস লি মন্টুয়েক্স গ্রামে। এর আগে দেশটির সর্বোচ্চ তাপমাত্রা ৪৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। ২০০৩ সালে তাপপ্রবাহের সময় এটি রেকর্ড করা হয়। ওই তাপপ্রবাহে বেশ কয়েকজন প্রাণ হারিয়েছিলেন।

তীব্র এই গরমে দেশটির স্বাস্থ্যমন্ত্রী এগনেস বুজইয়ান সতর্ক করে দিয়ে বলেন, সবাই এখন ঝুঁকিতে আছে। ফ্রান্সের আবহাওয়া অফিস এরই মধ্যে চারটি জায়গায় ‘রেড অ্যালার্ট’ জারি করেছে।

এছাড়া প্রায় পুরো ফ্রান্স জুড়েই জারি আছে অরেঞ্জ অ্যালার্ট। এটা দেশটির দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা। ইউরোপ এমন তাপপ্রবাহের কারণ হিসেবে আবহাওয়াবিদরা বলছেন, উত্তর আফ্রিকা থেকে আসা উষ্ণ বাতাসের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

ডি/এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বৃষ্টিপাতের রেকর্ড, যতদিন থাকবে জানাল আবহাওয়া অফিস
বিশ্ববাজারে স্বর্ণের দামে সর্বোচ্চ রেকর্ড
৫২৩ রানের রেকর্ডময় ম্যাচে মুম্বাইকে হারালো হায়দ্রাবাদ
বেঙ্গালুরুর রেকর্ড ভেঙে আইপিএলে হায়দ্রাবাদের ইতিহাস
X
Fresh