• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

বোমা হামলার আতঙ্কে যুক্তরাষ্ট্রগামী ভারতীয় বিমানের লন্ডনে জরুরি অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৭ জুন ২০১৯, ২০:২৩
Air India Plane
এয়ার ইন্ডিয়ার একটি বিমানের ফাইল ফটো। ছবি: ইন্ডিয়া টুডে

বোমা হামলা আতঙ্কে যুক্তরাষ্ট্রগামী ভারতের এয়ার ইন্ডিয়ার একটি বিমান লন্ডন স্ট্যানস্টেড এয়ারপোর্টে জরুরি অবতরণ করেছে।

বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানায় ভারতের গণমাধ্যম ইন্ডিয়া টুডে।

এয়ার ইন্ডিয়ার এই AI 191 বিমান ভারতের মুম্বাই থেকে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক শহরে যাওয়া-আসা করে।

বিমানটি এদিন সকালে মুম্বাই থেকে নিউ জার্সির নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশে রওনা হয়।

লন্ডন স্ট্যানস্টেড এয়ারপোর্ট এক বিবৃতিতে জানায়, এয়ার ইন্ডিয়ার বিমানটি অবতরণের পর কিছুক্ষণের জন্য বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখা হয়।

লন্ডনের ১২৮ মাইল উত্তরের শহর ডার্বির কয়েকজন বাসিন্দা জানায়, তারা স্থানীয় সময় সকাল ১০টার দিকে একটি প্রচণ্ড শব্দ শুনতে পায়।

আরএএফের এক মুখপাত্র যুক্তরাষ্ট্রের গণমাধ্যমটিকে জানান, টাইফুন বিমানগুলোকে শব্দের চেয়ে দ্রুতগতিতে গিয়ে ভারতীয় বিমানটির গতিরোধ করার অনুমতি দেয়া হয়।

এদিকে বিমানটিকে লন্ডন স্ট্যানস্টেড এয়ারপোর্টের দিকে নেয়ার বিষয়ে পরস্পরবিরোধী তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের এসেক্স কাউন্টির পুলিশ এবং বিমানবন্দর কর্তৃপক্ষ।

এসেক্স পুলিশ বলছে, সকাল নয়টা ৫০ মিনিটে বিমানটিকে লন্ডন স্ট্যানস্টেড এয়ারপোর্টের দিকে নেয়া হয়। অন্যদিকে বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, এটি ঘটে সকাল দশটা ১৫ মিনিটে।

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপির ভারত বর্জন কর্মসূচির কারণ জানালেন নাছিম
ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে শুক্রবার
পেঁয়াজ রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞার পরও কমেছে দাম
‘বাংলাদেশে মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে চেষ্টা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র’
X
Fresh