• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

রাশিয়ায় বিমান বিধ্বস্তে নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৭ জুন ২০১৯, ১৪:২৩
রাশিয়া বিমান বিধ্বস্ত
বিধ্বস্ত বিমান

রাশিয়ায় একটি বিমান বিধ্বস্তে দুই পাইলট নিহত হয়েছেন। তবে আশ্চর্যজনকভাবে বেঁচে গেছেন বিমানটিতে থাকা ৪৩ যাত্রী এবং কেবিন ক্রুরা।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান এক প্রতিবেদনে জানিয়েছে, জরুরি অবতরণের সময় রানওয়ের পাশে রাশিয়ার বিমানটি আছড়ে পড়ে। এর পরপরই তাতে আগুন ধরে যায়। বিমানে থাকা যাত্রীদের মধ্যে ৭ জনকে দ্রুত হাসপাতালে নেয়া হয়েছে।

রাশিয়ার পূর্ব সাইবেরিয়ার নিযনিয়ানগ্রাস্ক বিমানবন্দর থেকে উড্ডয়নের পর অ্যান্তোটভ-টোয়েন্টি ফোর নামের বিমানটি জরুরি অবতরণ করতে চেয়েছিল। রানওয়েতে নামার পরই একটি পাশের একটি বেড়া ভেঙে আছড়ে পড়ে।

দুর্ঘটনার পরপরই বিমানটিতে আগুন লাগার আগে দুই শিশুসহ ৪৩ জন যাত্রীকে নিরাপদে বের করে আনে কর্তৃপক্ষ। বেঁচে যাওয়াদের মধ্যে কেবিন ক্রুরাও আছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, একটি যাত্রীবাহী বিমান জরুরি অবতরণ করতে গিয়ে রানওয়ের পাশে আছড়ে পড়ে। এতে দুই পাইলট নিহত হয়। এছাড়া যাত্রীরা সবাই বেঁচে আছেন। এর মধ্যে সাতজনের অবস্থা গুরুতর।

ডি/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মস্কোয় সন্ত্রাসী হামলার নিন্দা জানালেন প্রধানমন্ত্রী 
মস্কোর কনসার্টে হামলাকারীদের ছবি প্রকাশ করল আইএস
মস্কো হামলায় নিহত বেড়ে ১৪৩
মস্কো হামলায় নিহত বেড়ে ১১৫
X
Fresh