• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ভারতে ১৫৫ আইএস সমর্থক গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

  ২৬ জুন ২০১৯, ১০:১৭
জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)
ছবি: সংগৃহীত

ভারতের নিরাপত্তা সংস্থাগুলো নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)-র ১৫৫ জন সদস্য ও সহমর্মীকে গ্রেপ্তার করেছে। দেশটির বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত কয়েক বছরে এসব ব্যক্তিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার লোকসভায় একটি প্রশ্নের লিখিত উত্তরে এই পরিসংখ্যান পেশ করেছেন ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষান রেড্ডি।

তিনি বলেন, জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র মতো এজেন্সি ছাড়াও রাজ্য পুলিশের তৎপরতায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের ১৫৫ সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে।

বিভিন্ন রাজ্য থেকে ব্যক্তি উদ্যোগে কেউ কেউ গিয়ে যে জঙ্গি সংগঠনে ভিড়ছে, সে কথাও উল্লেখ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, পুরো বিষয়টি কেন্দ্রের নজরে রয়েছে। কেন্দ্র ও রাজ্যের নিরাপত্তা সংস্থার গোয়েন্দারা এ বিষয়ে অবগত।

উল্লেখ্য, ২০১৩ সালে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর নজরে আসে আইএস। সিরিয়া থেকে পাওয়া খবরে জানা যায়, কিছু ভারতীয় ওই সময় আইএস-র হয়ে লড়ছেন। তখনও পর্যন্ত আইএস মধ্যপ্রাচ্যের সমস্যা হয়েই রয়ে গিয়েছিল। কিন্তু ২০১৪ সালে ইরাকে ৩৯ জন ভারতীয় নাগরিককে অপহরণ করে হত্যা করে আইএস। পরে ওই গোষ্ঠীর বিভিন্ন প্ল্যান খতিয়ে দেখার পর স্পষ্ট হয়ে যায় যে শুরু থেকেই আইএস-র নিশানায় রয়েছে ভারত।

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতের লোকসভা নির্বাচনে আজ ভোটগ্রহণ শুরু 
নওগাঁয় ভুয়া সিআইডি কর্মকর্তা গ্রেপ্তার 
পাবনায় ১২ ট্রাক ভারতীয় চিনি আটক
ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফর স্থগিত
X
Fresh