• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ইরানের বিরুদ্ধে বৈশ্বিক জোট গড়ার আহ্বান যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক

  ২৫ জুন ২০১৯, ২০:২০
মাইক পম্পেও ।। ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে বৈশ্বিক জোট গড়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

সোমবার জেদ্দায় সৌদি বাদশাহ সালমানের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

এসময় ইরানের সামরিক হুমকি মোকাবেলায় এশিয়া, ইউরোপের দেশগুলোসহ বৃহৎ পরিসরে বৈশ্বিক জোট গঠনের কথা বলেন তিনি।

তিনি জোর দেন, হরমুজ প্রণালীতে সামুদ্রিক নিরাপত্তা বাড়াতে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকে অবদান রাখার ওপরও।

গেল সপ্তায় একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করার পর থেকেই ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চরম উত্তেজনা শুরু হয়। চলমান সংকট নিয়ে আলোচনার জন্য সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সফর করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

ইরানকে একঘরে করতে উপসাগরীয় মিত্রদের সঙ্গে কৌশলগত নানা বিষয়েও আলোচনা করেন বৈঠকে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘বাংলাদেশে মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে চেষ্টা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র’
যুক্তরাষ্ট্রে সেতু দুর্ঘটনা : দুই মরদেহ উদ্ধার
নিজের ডেকে আনা পুলিশের গুলিতে প্রাণ গেল বাংলাদেশি তরুণের 
বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বে যুক্তরাষ্ট্র গর্বিত : ব্লিঙ্কেন
X
Fresh