• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

জার্মানিতে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৪ জুন ২০১৯, ১৮:৫৮
জার্মানিতে মাঝ আকাশে ইউরোফাইটারের দুটি যুদ্ধবিমানের সংঘর্ষ হয়। ফাইল ফটো। (যুক্তরাজ্যের গণমাধ্যম স্কাই নিউজ থেকে নেয়া)

জার্মানির মেকলেনবুর্গ-ফরপমেন রাজ্যে মাঝ আকাশে এয়ার ফোর্স ইউরোফাইটারের দুটি যুদ্ধবিমানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

স্থানীয় সময় সোমবার দুপুর দুইটার দিকে রাজ্যটির মেকলেনবুর্গিশে সিনপ্লেট জেলার ম্যালচৌ পৌরসভার কাছাকাছি এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছে যুক্তরাজ্যের গণমাধ্যম মিরর অনলাইন।

সংঘর্ষের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই জরুরি সেবাদানকারী কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায়। একাধিক ছবিতে মেকলেনবুর্গ-ফরপমেন অঞ্চলের আকাশকে ধোঁয়াচ্ছন্ন দেখা যায়।

পার্শ্ববর্তী লাগ পৌরসভার এয়ার ফোর্স স্কোয়াড্রনের এক মুখপাত্র জানান, উভয় বিমানের চালক তাদের এজেক্টর সিট ব্যবহার করতে সক্ষম হয়। তাদের একজনকে একটি গাছ থেকে উদ্ধার করা হয়।

অনলাইনে প্রকাশিত ভিডিও থেকে নেয়া ঘটনাস্থলের ছবি। (যুক্তরাজ্যের গণমাধ্যম মিরর অনলাইন থেকে নেয়া)

এখনও হতাহতের সংখ্যা জানা যায়নি। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, সংঘর্ষের সময় প্রচণ্ড শব্দ শোনা যায়।

এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি একটি বিমানের পাখা ভেঙে পড়তে দেখেছেন। আরেকজন প্রত্যক্ষদর্শী জানান, তিনি একটি বিমানের আসন ভেঙে পড়তে দেখেন।

এই দুই বিমানের ধ্বংসাবশেষে হাত না দেয়ার জন্য স্থানীয়দেরকে সতর্ক করেছে পুলিশ। তাদের মতে, এটি অনেক বিপজ্জনক হতে পারে।

জার্মানির বিমান বাহিনীর টুইট বার্তার বরাত দিয়ে যুক্তরাজ্যের গণমাধ্যম স্কাই নিউজ জানিয়েছে, ইউরোফাইটারের তৃতীয় বিমানটির চালক সংঘর্ষের ঘটনাটি পর্যবেক্ষণ করছেন।

একই এয়ার কমব্যাট মিশনে থাকা এই বিমানের চালক জানান, সংঘর্ষের শিকার বিমানগুলো থেকে দুটি প্যারাসুট অবতরণ করে।

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২০২৬ বিশ্বকাপে জার্মানির কোচ নাগেলসমান
ইসরায়েলে জার্মানির অস্ত্র বিক্রি বন্ধ চায় নিকারাগুয়া
গাজায় যেভাবে ত্রাণ পাঠাচ্ছে জার্মানি
‌‘বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে পরিবেশ সংরক্ষণকে অগ্রাধিকার দেওয়া হয়’
X
Fresh