• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

দেহরক্ষীর হাতেই নিহত ইথিওপিয়ার সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৩ জুন ২০১৯, ১৬:৫৭
দেহরক্ষীর হাতেই নিহত ইথিওপিয়ার সেনাপ্রধান - Rtv Online
ইথিওপিয়ার সেনাপ্রধান জেনারেল সিয়ারে মেকোনেন

ইথিওপিয়ার সেনাপ্রধান জেনারেল সিয়ারে মেকোনেন তার দেহরক্ষীর গুলিতে নিহত হয়েছেন। আজ রোববার দেশটির রাজধানী আদ্দিস আবাবায় তিনি নিহত হন।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ইথিওপিয়ার উত্তরে আমহারা অঞ্চলে একটি অভ্যুত্থান প্রতিরোধের চেষ্টা করেছিলেন দেশটির সেনাপ্রধান এবং অন্য আরেক কর্মকর্তা। এ কারণেই তারা নিহত হয়েছেন বলে জানিয়েছে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ।

এছাড়া আমহারায় অঞ্চলটির গভর্নর আম্বাচেও মেকোনেন তার এক উপদেষ্টাসহ নিহত হয়েছেন। সেখানে অনেক ব্যক্তিকে গ্রেপ্তার করার পর পরিস্থিতি এখন কিছুটা নিয়ন্ত্রণে আছে।

সেনাপ্রধান নিহত হওয়ার পর প্রধানমন্ত্রী আবি আহমেদ টিভিতে সরাসরি সম্প্রচারে যান এবং ইথিওপিয়ানদের সংগঠিত থাকতে আহ্বান জানান। তিনি বলেন, যেসব শত্রু আমাদের দেশকে বিভক্ত করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের সংগঠিত থাকতে হবে।

এদিকে এই ঘটনার পর ইথিওপিয়ায় অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র সরকার। আদ্দিস আবাবায় থাকা মার্কিন কূটনৈতিক মিশনের কর্মীদের বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে তারা।

ডি/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে কেনিয়ার সেনাপ্রধানসহ নিহত ৯
‘এক বন্ধুকে খুশি করতে অন্যের বিরাগভাজন হতে পারি না’
বিদেশেও সুনাম অর্জন করেছে সেনাবাহিনী : সেনাপ্রধান
যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে : সেনাপ্রধান
X
Fresh