• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ইরানের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞার হুঁশিয়ারি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

  ২৩ জুন ২০১৯, ১৩:৪০
হুঁশিয়ারি ট্রাম্পের - rtvonline
ছবি: সংগৃহীত

ইরানের পরমাণু কর্মসূচির লাগাম টেনে ধরতে এবার দেশটির বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, আগামী সোমবার এ নিষেধাজ্ঞা আরোপ করা হবে এবং নয়া নিষেধাজ্ঞা পরমাণু অস্ত্র তৈরির কাজ ইরানের জন্য আরও কঠিন করে দেবে।

ট্রাম্প জানান, ইরান তাদের আচরণ পরিবর্তন না করলে অর্থনৈতিক চাপ অব্যাহত থাকবে। তিনি বলেন, ইরান যদি একটি সমৃদ্ধ রাষ্ট্র হতে চায়, তবে সেটি আমার কাছে ঠিক আছে। কিন্তু তারা কখনই তা হতে পারবে না- যদি না তারা পাঁচ-ছয় বছর ধরে পারমাণবিক অস্ত্র তৈরি করতে থাকে।

এদিকে হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেছেন, ইরানকে পরমাণু অস্ত্র তৈরিতে বাধা দেয়ার জন্য এ নিষেধাজ্ঞা জরুরি।

এর আগে হরমুজ প্রণালিতে ইরান একটি মনুষ্যবিহীন মার্কিন ড্রোন বিমান ভূপাতিত করার জবাবে তিনটি স্থানে হামলার পরিকল্পনা করেছিল যুক্তরাষ্ট্র। কিন্তু ওই হামলায় ১৫০ জন মানুষের মৃত্যু হতে পারে এমনটা জানার পর তা বাতিল করেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, দেশটির সেনাবাহিনী ইরানের বিরুদ্ধে ‘পাল্টা জবাব দিতে মরিয়া ছিল।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পেঁয়াজ রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞার পরও কমেছে দাম
সিরিয়ায় বিমান হামলায় ইরানের কমান্ডারসহ নিহত ১৩
জালিয়াতির অভিযোগে ব্রাজিলিয়ান তারকার দুই বছরের নিষেধাজ্ঞা
পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করল ভারত
X
Fresh