• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

নিউজিল্যান্ডের সরকারি ওয়েবসাইটে নেই ইসরায়েলের মানচিত্র

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২১ জুন ২০১৯, ২২:৩৯
নিউজিল্যান্ডের সরকারি ওয়েবসাইটে নেই ইসরায়েলের মানচিত্র

নিউজিল্যান্ডের একটি সরকারি ওয়েবসাইটে সংযুক্ত মানচিত্রে ফিলিস্তিন থাকলেও ছিল না ইসরায়েলের মানচিত্র। এজন্য ওয়েলিংটনে ইসরায়েলের রাষ্ট্রদূতের কাছে ব্যক্তিগতভাবে ক্ষমা চেয়েছেন নিউজিল্যান্ডের অভিবাসন মন্ত্রী। খবর টাইমস অব ইসরায়েলের।

এ সম্পর্কে নিউজিল্যান্ডের অভিবাসনমন্ত্রী ইয়ান লিস গ্যালোওয়ে ইসরায়েলের রাষ্ট্রদূতের উদ্দেশে লেখেন, আমি আপনাকে নিশ্চিত করতে পারি যে, এই বিষয়টি আমাদের সরকারের নীতি প্রতিফলন করে না। মানচিত্রটি ত্রুটিপূর্ণ এবং এতে ইসরায়েলের মানচিত্র থাকা উচিত ছিল।

তিনি আরও লেখেন, আমি এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছি এবং সমস্যা সমাধানে তাৎক্ষণিক পদক্ষেপ নেয়া হয়েছে।

নিউজিল্যান্ডের ওয়েবসাইটে এমন মানচিত্র দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হয়। পরবর্তীতে এই ওয়েব পেজটি সরিয়ে ফেলা হয়। যদিও ইসরায়েলবিহীন মানচিত্রের কিছু স্ক্রিনশট এখনও রয়ে গেছে।

ডি/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হামাসের অবস্থানগুলোতে হামলা চালাতে অগ্রসর হচ্ছে ইসরায়েলি বাহিনী
ইসরায়েলি হামলায় আরও ৭৯ ফিলিস্তিনি নিহত
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলো আরও একটি দেশ
ফিলিস্তিনের পতাকা দেখেই গেলেন লাথি মারতে, সঙ্গে সঙ্গে বিস্ফোরণ
X
Fresh