• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিলো আইএইএ

আন্তর্জাতিক ডেস্ক

  ২১ জুন ২০১৯, ০৯:১৪
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলো আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ। দেশটিকে পর্যবেক্ষক সদস্য হিসেবে এ সংস্থায় যোগ দেয়ার অনুমতি দেয়ার মধ্য দিয়ে আইএইএ এই স্বীকৃতি দিলো।

আইএইএ-র একজন মুখপাত্র বলেছেন, ফিলিস্তিন যেহেতু সংস্থাটির সদস্য নয়; তবে তারা পর্যবেক্ষক হিসেবে আইএইএ-র বৈঠকে অংশ নিতে পারবে।

আইএইএ-র মহাপরিচালক ইউকিয়া আমানো ও ভিয়েনায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত সালাহ আবদুশ শাফি মঙ্গলবার এ নিয়ে একটি চুক্তিতে সই করেন। ওই চুক্তির ফলে ফিলিস্তিনে তেজষ্ক্রিয় পদার্থ ও ইউরেনিয়ামের মতো বিস্ফোরক পদার্থের মজুদ নিরাপত্তা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে পারবে আইএইএ।

ইসরায়েলি বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ফিলিস্তিনে কোনও পরমাণু চুল্লি নেই। কিন্তু কিছু হাসপাতাল ও বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগে পরমাণু দ্রব্য রয়েছে।