• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

আমেরিকা থেকে ৩৫ রুশ কূটনীতিক বহিষ্কার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩০ ডিসেম্বর ২০১৬, ০৯:০১

প্রেসিডেন্ট নির্বাচনে নাক গলানো সন্দেহে শাস্তি হিসেবে অামেরিকা ৩৫ রুশ কূটনীতিককে বহিষ্কার করলো। প্রতিশোধমূলক ব্যবস্থা হিসেবে মেরিল্যান্ড এবং নিউইয়র্ক কম্পাউন্ট বন্ধ করে দেয়া হবে বলেও জানানো হয়েছে।

মার্কিন স্টেট ডিপার্টমেন্ট থেকে ওয়াশিংটন ডিসি দূতাবাস এবং সান ফ্রান্সিসকো কনসুলেটের ৩৫ কূটনীতিককে 'অগ্রহণযোগ্য ব্যক্তি' আখ্যায়িত করে এদের আগামী ৭২ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করতে বলা হয়েছে।

এছাড়া রাশিয়ান প্রধান গোয়েন্দা সংস্থা-জিআরইউ এবং রাশিয়ান ফেডারেল সিকিউরিটি সার্ভিসসহ (এফএসবি) ৯ টি সংস্থার ওপরও নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র।

এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, রাশিয়ার কার্যক্রম সম্পর্কে সব মার্কিনীকে সতর্ক থাকতে হবে।

ওবামা মার্কিন স্বার্থের জন্য ক্ষতিকর রাশিয়ার এমন আগ্রাসী কার্যক্রমের বিরুদ্ধে মার্কিনিদের জন্য দরকারি এবং যথাযথ পদক্ষেপ নেয়ারও আহ্বান জানান।

তবে যুক্তরাষ্ট্রের অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া।

এসজে/এসজেড

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh