• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

২০২০ সালের নির্বাচনী প্রচারণা শুরু ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৯ জুন ২০১৯, ২১:০৩
ছবি: যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে ২০২০ সালের নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

সমর্থকদের উদ্দেশে দেয়া এক বক্তৃতায় তিনি পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনার কথা স্পষ্ট করেন।

মঙ্গলবার রাতে দেশটির ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডো শহরে এক সমাবেশ তিনি এসব কথা জানান বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম সিএনএন।

এসময় তিনি ২০১৬ সালের নির্বাচনী প্রচারণায় উল্লেখ করা বিষয়গুলো আবারও তুলে ধরেন।

ডোনাল্ড ট্রাম্প অবৈধ অভিবাসীদের প্রতি তার ক্ষোভ উগরে দিয়ে তাদেরকে বিতাড়িত করার অঙ্গীকার করেন।

তিনি চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের স্বার্থ বজায় রেখে একটি সমঝোতায় পৌঁছানো এবং একসঙ্গে এগিয়ে যাওয়ার কথা জানান।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডেমোক্র্যাটিক পার্টিকে ঘৃণ্য সমাজতান্ত্রিক হিসেবে উল্লেখ করেন, যারা দেশকে ধ্বংস করতে চায়। তিনি অব্যাহতভাবে তাদের বিরুদ্ধে লড়াই করছেন বলেও দাবি করেন।

এসময় ডোনাল্ড ট্রাম্প তার ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনের কঠোর সমালোচনা করলে সমর্থকরা ‘তাকে আটকাও’ বলে স্লোগান দেয়।

ট্রাম্প সমাবেশে কোনও প্রমাণ ছাড়া সমর্থকদেরকে সতর্ক করে বলেন, আমাদের মূল বিরোধী ডেমোক্র্যাটদেরকে পরিচালনা করে ঘৃণা, কুসংস্কার ও ক্রোধ।

তিনি আরও বলেন, আমরা জানি যে তারা দেশ ও দেশের জনগণকে ধ্বংস করতে চায়। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং হতে দেয়া হবে না।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের রাজনৈতিক উপদেষ্টারা আশা করেছিলেন, ট্রাম্প তার প্রেসিডেন্সির ৬০তম সমাবেশে ২০২০ সালের নির্বাচনী প্রচারণা শুরু করবেন।

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘বাংলাদেশে মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে চেষ্টা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র’
যুক্তরাষ্ট্রে সেতু দুর্ঘটনা : দুই মরদেহ উদ্ধার
নিজের ডেকে আনা পুলিশের গুলিতে প্রাণ গেল বাংলাদেশি তরুণের 
বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বে যুক্তরাষ্ট্র গর্বিত : ব্লিঙ্কেন
X
Fresh