• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

তৃণমূল এমএলএ ১২ ডজন কাউন্সিলরসহ যোগ দিলেন বিজেপিতে

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৮ জুন ২০১৯, ২২:০৯
ছবি: ভারতের সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই)

ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল এমএলএ বিশ্বজিৎ দাস বনগাঁর ১২ জন পৌর কাউন্সিলরসহ ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিলেন।

মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানায় ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম দি ইন্ডিয়ান এক্সপ্রেস।

উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ পৌরসভা তৃণমূলের হাতছাড়া হতে যাচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একটা বড় অংশ।

বনগাঁ পৌরসভায় মোট ২২টি ওয়ার্ড আছে। পৌরসভাটিতে এই মুহূর্তে সিপিএম ও কংগ্রেসের একজন করে কাউন্সিলর আছে।

পৌরসভাটির তৃণমূল চেয়ারম্যান শঙ্কর আঢ্য বলেন, শুনেছি ১২ জন কাউন্সিলর দিল্লি গেছেন। আমাদের সঙ্গে এখনও আট কাউন্সিলর আছেন।

আর সাত বা আট মাস পরে নির্বাচন। তাই ততদিন পর্যন্ত বর্তমান বোর্ড কাজ চালিয়ে গেলে ভালো হয় বলে উল্লেখ করেন তিনি।

এদিন সকালেই বিশ্বজিৎ দাস এবং ১২ জন তৃণমূল কাউন্সিলর হঠাৎ বনগাঁর বিজেপি কার্যালয়ে যান। তখন থেকেই দলবদলের কানাঘুষা শুরু হয়।

তাদের বিজেপিতে যোগদানের অনুষ্ঠানে বিজেপির পশ্চিমবঙ্গ পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় বলেন, মমতার অহংকারের জন্যই তৃণমূলে ভাঙন ধরছে।

এর আগে গতকাল বিজেপিতে যোগ দেন উত্তর ২৪ পরগনার নোয়াপাড়ার তৃণমূল বিধায়ক সুনীল সিং। এছাড়া অর্জুন সিং, দুলাল বর, শুভ্রাংশু রায়, মনিরুল ইসলাম বিজেপিতে যোগ দিয়েছেন।

কে/এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপি নেতাদের স্ত্রীরা ভারতীয় শাড়ি তেমন কেনেন না : রিজভী
ভারতীয় পণ্য বর্জন আন্দোলন নিয়ে বিএনপিতে দ্বন্দ্ব!
বিএনপির ভারত বর্জন কর্মসূচির কারণ জানালেন নাছিম
ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে শুক্রবার
X
Fresh