• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

জাপানে ৬.৮ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৮ জুন ২০১৯, ২১:০১
ছবি: জাপানের গণমাধ্যম দ্য জাপান টাইমস

জাপানের হোনশু দ্বীপের নিগাতা ও ইয়ামাগাতা অঞ্চলে ৬.৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির আবহাওয়া সংস্থা ইতোমধ্যে সুনামি সতর্কতা জারি করেছে।

স্থানীয় সময় মঙ্গলবার রাত ১০টা ২২ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে বলে সংস্থাটির বরাত দিয়ে জানিয়েছে জাপানের গণমাধ্যম দ্যা জাপান টাইমস।

নিগাতা ও ইয়ামাগাতার পাশাপাশি আইশিকাওয়া অঞ্চলের নোতো শহরেও সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এই সুনামির উচ্চতা এক মিটারের বেশি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

জাপানের আবহাওয়া সংস্থা জানায়, এই সুনামির আঘাতে সমুদ্রপৃষ্ঠে অস্থিরতা বিরাজ করবে এবং উপকূলীয় অঞ্চলগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

তোহোকু ইলেকট্রিক পাওয়ার কোম্পানি জানায়, রাত ১১টার দিকে নিগাতার তিন হাজার ২০০টি পরিবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া ইয়ামাগাতার পাঁচ হাজার পরিবার বিদ্যুৎ বিভ্রাটের শিকার হয়।

টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি জানায়, নিগাতার কাশিওয়াজাকি কারিওয়া নিউক্লিয়ার প্ল্যান্টের সাতটি চুল্লির কোনোটিতেই অনিয়ম দেখা যায়নি। এগুলো বন্ধ আছে।

ইস্ট জাপান রেলওয়ে কোম্পানি জানিয়েছে, জোয়েতসু এবং তোহোকু শিনকানসেন লাইনের কার্যক্রম স্থগিত করা হয়েছে।

এদিকে জাপানের সরকার এ সংক্রান্ত তথ্য জানার জন্য একটি টাস্ক ফোর্স গঠন করেছে।

কে/এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাপুয়া নিউ গিনিতে ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৫
জাপানে বিনামূল্যে ইন্টার্নশিপের সুযোগ, বাংলাদেশি শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া
সপরিবারে অল্পের জন্য রক্ষা পেলেন রাজামৌলি
X
Fresh