• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

পশ্চিমবঙ্গে চিকিৎসকদের ধর্মঘট প্রত্যাহার

আন্তর্জাতিক ডেস্ক

  ১৮ জুন ২০১৯, ১১:১৭
ছবি: সংগৃহীত

সপ্তাহব্যাপী চলা ধর্মঘট প্রত্যাহার করেছে পশ্চিমবঙ্গের আন্দোলনরত চিকিৎসকরা। হাসপাতালগুলোতে নিরাপত্তা জোরদার করা হবে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এমন আশ্বাসের পর গতকালই ধর্মঘট প্রত্যাহার করে নেয় তারা।

গতকাল সোমবার আন্দোলনরত চিকিৎসকদের একটি প্রতিনিধি দল নবান্নে মমতার সঙ্গে দেখা করতে যায়। ওই বৈঠকে মমতার আশ্বাসের ভিত্তিতে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছে আন্দোলনকারী চিকিৎসকরা।

বৈঠকে প্রতিনিধি দল মমতাকে বলেন, একবার পরিবহকে দেখতে যান। সঙ্গে সঙ্গেই মমতা জানিয়ে দেন, আমি তো যাবই। তোমরা কর্মবিরতি তুলে নিলেই আমি তাকে দেখতে যাব। কিন্তু অতোটা সময়ও ব্যয় করেননি মুখ্যমন্ত্রী।

নবান্নের বৈঠক থেকে ফিরে এনআরএসের জুনিয়র ডাক্তাররা যখন জিডি বৈঠকে ব্যস্ত, তখনই সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের দিকে মল্লিকবাজারের ইন্সস্টিটিউট অব নিউরো সায়েন্সেস-এ পৌঁছে যান মমতা। সেখানে প্রায় ১৫ মিনিট ছিলেন মুখ্যমন্ত্রী। এসময় তিনি পরিবহ মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন।

এর আগে পশ্চিমবঙ্গে আন্দোলনরত ডাক্তারদের সঙ্গে একাত্মতা করে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন দেশজুড়ে একদিনের ধর্মঘটের ডাক দেয়। তারা এক ঘোষণায় জানায়, সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত বহির্বিভাগের সব কার্যক্রম বন্ধ থাকবে। তবে জরুরি বিভাগ ও অপারেশনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানায়।

উল্লেখ্য, এনআরএসে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে এক রোগীর পরিবারের সংঘর্ষে গুরুতর আহত হয়েছিলেন পরিবহ মুখোপাধ্যায়। হাসপাতালে সফল অস্ত্রোপচার হওয়ার পরও দৃষ্টিশক্তি ও অন্যান্য স্বাস্থ্য সম্পর্কিত জটিলতা নিয়ে উদ্বিগ্ন ছিলেন চিকিৎসকরা। তবে ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস জানায়, আগের চেয়ে ভালো আছেন পরিবহ এবং তার শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে।

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে যুবকের মৃত্যু, চিকিৎসকের ধারণা হিট স্ট্রোক
২৪ ঘণ্টা রোগী দেখবেন না চট্টগ্রামের চিকিৎসকরা 
অপহরণের একদিন পর পল্লী চিকিৎসকসহ দুইজন উদ্ধার
পশ্চিমবঙ্গের বসিরহাটে সম্প্রীতির অনন্য নজির
X
Fresh