• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ভারতে তিন ঘণ্টার বেশি এটিএমে টাকা না থাকলেই ব্যাংককে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৭ জুন ২০১৯, ১৩:৩৭
সংগৃহীত ছবি

এটিএম (অটোমেটেড টেলার মেশিন) আসার পর থেকে মানুষের জীবন অনেক সহজ হয়েছে। এখন আর নির্ধারিত সময়ের মধ্যে ব্যাংক থেকে টাকা তোলার বাড়তি চাপ নেই। প্রয়োজন ও সুবিধা অনুযায়ী কাজটি করা যায়।

তবে এক্ষেত্রে একটি সমস্যাও আছে। সেটা হলো- এটিএমের টাকা শেষ হয়ে যাওয়া। এর মতো বিড়ম্বনা আর নেই। ধরুন, আপনি ঠিক করলেন গুরুত্বপূর্ণ কোনও একটা কাজের জন্য রাতে টাকা তুলবেন। কিন্তু গিয়ে দেখলেন টাকা নেই। এতে বেশ ঝামেলার মধ্যে পড়তে হয়।

আর এই সমস্যা সমাধানে নতুন একটি উদ্যোগ নিয়েছে ভারত। ভারতীয় গণমাধ্যম নিউজ এইট্টিন জানায়, সম্প্রতি দেশটির কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) একটি নির্দেশনা জারি করেছে। ওই নির্দেশনায় এটিএমে সবসময় টাকা রাখার কথা বলা হয়েছে। আর কোনও এটিএমে যদি টানা তিন ঘণ্টার বেশি টাকা না থাকে তাহলে সংশ্লিষ্ট ব্যাংককে জরিমানা দিতে হবে।

আরবিআই-এর এই উদ্যোগের কারণে গ্রাহকরা এটিএমে সবসময় টাকা পাবেন বলে ধারণা করা হচ্ছে। এছাড়া কেন্দ্রীয় ব্যাংক আরও কয়েকটি নির্দেশনা দিয়েছে যেগুলোর মাধ্যমে এটিএমের সুরক্ষা নিশ্চিত হবে।

ডি/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আঙুরে বাংলাদেশের বর্ধিত শুল্ক তুলে নিতে আবেদন ভারতীয় চাষিদের
নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ ফুট খাদে বাস, নিহত ১০  
ভারতের নির্বাচনকেন্দ্রিক পরিস্থিতি নিয়ে যে মন্তব্য করল জাতিসংঘ
ভারতীয় পণ্য বয়কট নিয়ে কথা বললেন আব্দুল মোমেন
X
Fresh