• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

দোষী ইসরায়েলের প্রধানমন্ত্রীর স্ত্রী, ১৫ হাজার ডলার জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৭ জুন ২০১৯, ১১:৫৯
সংগৃহীত ছবি

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহু রাষ্ট্রীয় অর্থ অপব্যবহার ও প্রতারণার কথা স্বীকার করেছেন। এজন্য রোববার জেরুজালেমের আদালত তাকে ১৫ হাজার ডলার জরিমানা করেছে।

পার্সটুডে এক প্রতিবেদনে জানায়, সারা নেতানিয়াহু ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে খাবার কেনা বাবদ এক লাখ ডলার রাষ্ট্রীয় অর্থ অপব্যবহার করেছেন। তদন্ত কর্মকর্তারা বলেছেন, সারা নেতানিয়াহু জেনেশুনেই আইন অমান্য করেছেন এবং অপরাধ করার সময় তিনি জানতেন এটা অপরাধ।

এর আগে সারা নেতানিয়াহু এই অভিযোগ অস্বীকার করেছিলেন। এমনকি বেনিয়ামিন নেতানিয়াহুও দাবি করেছিলেন, তার স্ত্রীর বিরুদ্ধে আনা অভিযোগ উদ্ভট ও ভিত্তিহীন।

এতদিন অভিযোগ অস্বীকার করার পর এখন কেন তা স্বীকার করলেন সে ব্যাখ্যা দেননি সারা নেতানিয়াহু। আদালতে নেতানিয়াহুর বিরুদ্ধেও কয়েকটি মামলা চলছে। তার বিরুদ্ধে ঘুষ গ্রহণ, গুরুতর প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ আনা হয়েছে।

ডি/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঘোড়াঘাটে ৬ মোটরসাইকেল আরোহীকে জরিমানা
জরিমানা থেকে বাঁচলেন নেইমার
ঈদের দিন উচ্চস্বরে গান-বাজনা করায় জরিমানা
সদরঘাটে হতাহতে দোষীদের শাস্তির ব্যবস্থা করা হবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী
X
Fresh