• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বিপাকে পড়েছেন পশ্চিমবঙ্গের লাখো রোগী

আন্তর্জাতিক ডেস্ক

  ১৬ জুন ২০১৯, ১০:০৬
ছবি-সংগৃহীত

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি পূরণের আশ্বাসের পরও পশ্চিমবঙ্গে চলছে ডাক্তারদের ধর্মঘট। ধর্মঘটে চরম বিপাকে পড়েছেন পশ্চিমবঙ্গের লাখো রোগী। তবে মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি আলোচনায় বসতে প্রস্তুত রয়েছেন ডাক্তাররা।

ছয় দিন ধরে চলা আন্দোলনে ভেঙে পড়েছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা। পরিস্থিতি উত্তরণে শনিবার রাতে চিকিৎসকদের সমস্ত ন্যায্য দাবিদাওয়া মেনে নিয়ে দ্রুত কাজে ফেরার আবেদন জানান, মুখ্যমন্ত্রী। তবে শিক্ষানবিশ চিকিৎসকের লাঞ্ছনাকে উত্তেজনার বশে হওয়ার দাবি করেন মুখ্যমন্ত্রী।

তার এ দাবি খণ্ডন করে হামলাকে পরিকল্পিত ও সংগঠিত বলছেন ডাক্তাররা। ফলে মমতার আশ্বাসে নরম না হয়ে ধর্মঘট প্রত্যাহারের আবেদন নাকচ করেন বিক্ষুব্ধ চিকিৎসকরা।

এ পরিস্থিতিতে দেশের সমস্ত ডাক্তারদের কাছে ধর্মঘট প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। চিকিৎসক নিগ্রহকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সব রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন তিনি।

এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh