• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ভারতজুড়ে সোমবার চিকিৎসকদের ধর্মঘট পালনের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৫ জুন ২০১৯, ২৩:৪৭
ছবি: ভারতের গণমাধ্যম আনন্দবাজার

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় এনআরএস মেডিকেল কলেজে চিকিৎসক নিগ্রহের প্রতিবাদে দেশজুড়ে সোমবার ধর্মঘট পালনের আহ্বান জানিয়েছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএমএ)।

শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার জানায়, শুক্রবার এই আহ্বান জানায় আইএমএ। জরুরি বিভাগ ছাড়া এদিন হাসপাতালের সব সেবা বন্ধ থাকবে।

কলকাতার ঘটনা তুলে চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে আইন আনতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে দাবি জানানো হয়েছে সংগঠনটির পক্ষ থেকে।

তাদের দাবি, হাসপাতাল চত্বরকে ‘সেফ জোন’ হিসেবে চিহ্নিত করা হোক। ঘটনা শুরুর দিন থেকেই প্রতিবাদে সরব ছিল আইএমএ।

কলকাতার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি তুলেছে তারা। সংগঠনের পক্ষ থেকে ধর্মঘট ডাকার পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকেও একটি চিঠি লিখেছে আইএমএ।

সংগঠনের সেক্রেটারি জেনারেল আর ভি অশোকন বলেন, হাসপাতাল চত্বরে যেকোনো হামলার ঘটনা চিকিৎসকদের মনোবল নষ্ট করে দেয়ার জন্য যথেষ্ট। এতে ক্ষতি হয় রোগীদের।

তিনি বলেন, ঝামেলার ভয়ে মুমূর্ষু রোগীর ক্ষেত্রে ঝুঁকি নেয়ার আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন চিকিৎসকরা। তাই তাদের নিরাপত্তায় কঠোর আইন প্রয়োজন।

কে/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপি নেতাদের স্ত্রীরা ভারতীয় শাড়ি তেমন কেনেন না : রিজভী
ভারতীয় পণ্য বর্জন আন্দোলন নিয়ে বিএনপিতে দ্বন্দ্ব!
বিএনপির ভারত বর্জন কর্মসূচির কারণ জানালেন নাছিম
ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে শুক্রবার
X
Fresh