logo
  • ঢাকা শনিবার, ২৯ ফেব্রুয়ারি ২০২০, ১৬ ফাল্গুন ১৪২৬

চীনে সেতু ধসে দুজন নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন
|  ১৫ জুন ২০১৯, ২২:১৮ | আপডেট : ১৫ জুন ২০১৯, ২২:২০
ছবি: চীনের রাষ্ট্রীয় পরিচালিত সংবাদ সংস্থা সিনহুয়া

চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশের একটি সেতুর কিছু অংশ ধসে দুটি যানবাহন নদীতে পড়ে যায়। এই ঘটনায় একজনকে উদ্ধার করা হয়েছে। কিন্তু দুজন এখনও নিখোঁজ আছেন।

শুক্রবার দুপুর সোয়া দুইটার দিকে প্রদেশটির হেয়ুয়ান শহরে অবস্থিত ডংগিজিয়াং সেতুটির কিছু অংশ ধসে পড়ায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় পরিচালিত সংবাদ সংস্থা সিনহুয়া।

সংবাদ সংস্থাটিতে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়, নদীতে পড়ে যাওয়া একটি ট্যাক্সিতে চালকসহ দুজন এবং একটি কারে একজন ছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

এতে বলা হয়, নিখোঁজদের খুঁজতে এবং ঘটনাটি তদন্ত করতে ১১টি অনুসন্ধান ও উদ্ধারকারী নৌকা ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরে এই অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হওয়ায় হেয়ুয়ান শহরের বেশির জায়গায় প্লাবিত হয়ে গেছে।

কে/পি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • আন্তর্জাতিক এর সর্বশেষ
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়