• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

প্রত্যর্পণ বিল স্থগিত: হংকংয়ের প্রধান নির্বাহী

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৫ জুন ২০১৯, ১৭:৩৩
হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি ল্যাম। ছবি: যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসি

হংকং সরকার অপরাধীদেরকে বিচারের জন্য মূল ভূমি চীনে পাঠানো সংক্রান্ত বহুল বিতর্কিত প্রত্যর্পণ বিলটি স্থগিত করেছে বলে ঘোষণা দিয়েছেন অঞ্চলটির প্রধান নির্বাহী ক্যারি ল্যাম।

শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে একথা জানায় যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসি। তিনি এর আগে হংকংবাসীদের গণবিক্ষোভের মুখেও বিলটি বাতিল করতে অস্বীকৃতি জানান।

ল্যাম এদিন বিলটি স্থগিতের ঘোষণা দিয়ে বলেন, আমি আমাদের ভুলের জন্য দুঃখ প্রকাশ করছি। কারণ আমাদের ভুল ও অন্যান্য কিছু বিষয়ের জন্যই বিলটি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

বিক্ষোভকারীরা হংকংয়ে চীনের প্রভাব নিয়ে আশঙ্কা প্রকাশ করে। এই বিষয়ে তিনি জানান, তারা সরকারের প্রতি বিলটি থামিয়ে এটা নিয়ে ভাবার যে আহ্বান জানিয়েছে, তা তিনি শুনেছেন।

হংকংয়ের প্রধান নির্বাহী জানান, বিলটি সম্পর্কে যে ব্যাখ্যা দেয়া হয়েছে এবং যেভাবে উপস্থাপিত হয়েছে, তা যথেষ্ট ছিল না। তার লক্ষ্য ছিল শান্তি ও শৃঙ্খলা পুনরুদ্ধারের সঙ্গে সম্পৃক্ত ‘হংকংয়ের বৃহত্তর স্বার্থ’।

অপরাধীদেরকে বিচারের জন্য মূল ভূমি চীনে পাঠানো সংক্রান্ত প্রত্যর্পণ বিলের প্রতিবাদ জানায় হংকংবাসী। ছবি: বিবিসি

এই প্রস্তাবিত প্রত্যর্পণ বিলের পক্ষে যুক্তি দেখিয়ে সরকারের পক্ষ থেকে বলা হয়, বিলটি সমস্যা সমাধানের একটি উপায় হতে পারতো। আমরা চাই এই অঞ্চল যেন অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থল না হয়।

ল্যাম জানান, এই লেজিসলেটিভ ইয়ার শেষ হওয়ার আগে বিলটি পাস হওয়া প্রয়োজন। তবে পরবর্তী পদক্ষেপের জন্য এখনও কোনও দিন নির্ধারিত হয়নি।

হংকংয়ের আইনসভায় গত ১২ জুন বিলটির ওপর দ্বিতীয় দফার বিতর্ক হওয়ার কথা ছিল। কিন্তু এদিন সকাল থেকে বিলটির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ শুরু করে কয়েক হাজার মানুষ।

তারা আগামীকাল রোববার আবার বিক্ষোভ করার পরিকল্পনা করছিল। এর আগেই বিলটি স্থগিত করার ঘোষণা এলো চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকং সরকারের পক্ষ থেকে।

কে/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসরায়েলের বিরুদ্ধে ইরান একাই যথেষ্ট : চীন
বনানীতে চালু হলো চীনা ভিসা সেন্টার
নির্মাণাধীন ভবন থেকে পড়ে চীনা নাগরিকের মৃত্যু
গাজীপুরে ব্যাটারি কারখানায় বিস্ফোরণ, চীনা নাগরিক নিহত
X
Fresh