• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

যাই হোক ইরানের সঙ্গে সম্পর্ক জোরদার করবো: চীনের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৪ জুন ২০১৯, ২৩:৫১
ছবি: ইরানের নিউজ সাইট পার্স টুডে

বিশ্বব্যাপী যাই হোক না কেন ইরানের সঙ্গে চীন দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করবে বলে জানালেন দেশটির প্রেসিডেন্ট সি চিনপিং।

শুক্রবার কিরগিজস্তানের রাজধানী বিশকেকে চলমান সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনের এক ফাঁকে ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানির সঙ্গে বৈঠকের সময় তিনি একথা জানান। এ তথ্য জানিয়েছে ইরানি নিউজ সাইট পার্সটুডে।

এসময় সি চিনপিং পরমাণু সমঝোতা থেকে যুক্তরাষ্ট্রের একতরফাভাবে বের হয়ে যাওয়ার নিন্দা করে তিনি বলেন, ইরানের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে চীন কৌশলগত সম্পর্ক রক্ষা করে চলবে।

ইরানের প্রেসিডেন্ট রুহানি বলেন, যুক্তরাষ্ট্রের একাধিপত্যবাদের বিরুদ্ধে ইরান ও চীনের প্রতিরোধ শুধু এই দুই দেশ নয়, সারা বিশ্বের স্বার্থ রক্ষা করবে। যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে এবং এশিয়াসহ সারা বিশ্বের ওপর আধিপত্য বিস্তার করতে চাচ্ছে।

চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্প বাস্তবায়নে ইরান গুরুত্বপূর্ণ মৌলিক ভূমিকা পালন করতে প্রস্তুত বলেও উল্লেখ করেন ইরানি প্রেসিডেন্ট।

কে/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধির আহ্বান জানালেন চীনের কালচারাল কাউন্সিলর 
ডিএনসিসির সঙ্গে চীনের আনহুই প্রদেশের সমঝোতা স্মারক সই
ইরানে ফের হামলা হলে ইসরায়েল বলে কিছু থাকবে না : রাইসি
তিন দিনের সফরে ইরানের প্রেসিডেন্ট পাকিস্তানে 
X
Fresh