• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ভারতে মাধ্যমিক পরীক্ষায় সব বিষয়ে ৩৫ নম্বর পেয়েছেন অক্ষিত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৩ জুন ২০১৯, ২২:৪৮
মুম্বাইয়ের মিরা রোডের শান্তিনগর হাই স্কুলের ছাত্র অক্ষিত যাদব। ছবি: ভারতের গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া

ভারতের মহারাষ্ট্রের মাধ্যমিক পরীক্ষায় সব বিষয়ে ৩৫ নম্বর পেয়েছেন অক্ষিত যাদব নামের এক ছাত্র। পাস হওয়ার জন্য সব বিষয়ে তার ৩৫ নম্বর করেই প্রয়োজন ছিল।

অক্ষিত মুম্বাইয়ের মিরা রোডের শান্তিনগর হাই স্কুলের ছাত্র বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। গত শনিবার প্রকাশিত হয় তার পরীক্ষার ফল।

গণমাধ্যমটিতে মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, অক্ষিতের এই ফলাফলে তার বাবা গণেশ যাদব বেশ অবাক হন। তবে তিনি বিষয়টি সহজভাবে মেনে নিয়েছেন।

অক্ষিতের নম্বরপত্র। ছবি: ভারতের গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া

তিনি বলেন, আমি অক্ষিতের নম্বর দেখে খুব অবাক হয়ে যাই। কারণ আমার ছেলে ৫৫ শতাংশ নম্বর পাবে বলে আশা ছিল।

তিনি বলেন, ভালো নম্বর পাওয়ার জন্য ছাত্ররা সব প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করে। কিন্তু কখনও কখনও কম নম্বর পেতেই পারে। অক্ষিত পাস নম্বর তুলতে পেরেছে, এতেই আমি খুশি।

অক্ষিতের মা অরুণা দেবী বলেন, প্রাইভেট ছাত্র হিসেবে সরকারি স্কুলে নাম লেখায় আমার ছেলে। তাই অক্ষিত পাস করেছে এটাই আমাদের জন্য খুশির খবর।

তিনি বলেন, ফুটবলের প্রতি ওর তীব্র ঝোঁক অক্ষিতের। আমার ছেলে ভবিষ্যতে ফুটবলের পেছনে দৌড়াতে চায়।

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোস্তাফিজ ইস্যুতে বিসিবিকে ধুয়ে দিলেন ভারতের সাবেক তারকা
ভারতে লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু
ভারতের লোকসভা নির্বাচনে আজ ভোটগ্রহণ শুরু 
সূর্যের তাণ্ডব আর শেষের রোমাঞ্চে মুম্বাইয়ের দাপুটে জয়
X
Fresh