• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

সৌদিতে চালুর অপেক্ষায় ‘হালাল নাইটক্লাব’

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৩ জুন ২০১৯, ১৫:২৮
সংগৃহীত ছবি

সৌদি আরবে চালু হচ্ছে ‘হালাল নাইটক্লাব’। দ্রুতই এটি চালু হবে বলে জানিয়েছে দেশটির বিভিন্ন গণমাধ্যম। এ খবর জানার পর অনেকে হাস্যরসে মেতে উঠেছেন, আর কেউবা ফেটে পড়ছেন ক্ষোভে।

দুবাই এবং বৈরুতের নাইটক্লাব ব্র্যান্ড ‘হোয়াইট’ জানিয়েছে, আগামী সপ্তাহে তাদের নতুন একটি শাখা সমুদ্র তীরবর্তী শহর জেদ্দায় চালু হবে।

জর্ডানভিত্তিক সংবাদমাধ্যম আলবাওয়াবা জানিয়েছে, সৌদিতে চালুর অপেক্ষায় থাকা এই হালাল নাইটক্লাবে অ্যালকোহলমুক্ত পানীয় পরিবেশন করা হবে।

নাইটক্লাবের বিরোধীরা বিভিন্নভাবে তাদের হতাশা প্রকাশ করছেন। বিশেষ করে তারা ফেসবুকে হ্যাশট্যাগ দিয়ে যা লিখছেন তার অর্থ হলো- জেদ্দা বিচে আমি নিষিদ্ধ কার্যক্রম সমর্থন করি না।

জেদ্দায় নাইটক্লাব চালু সম্পর্কে হোয়াইট-এর প্রধান নির্বাহী টনি হাব্রে বলেন, আমাদের জন্য সৌদি দারুণ একটি বাজার হবে। সেখানকার মানুষরা অনেক বেশি বাইরে বের হয়। বাইরে বের হয় এমন মানুষ বেশি থাকলে স্বাভাবিকভাবেই আমাদের বাজার ভালো হবে।

ডি/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রিয়াদে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত
ইসরায়েলকে সহায়তা প্রসঙ্গে যা জানাল সৌদি আরব
কোরবানির ঈদের সম্ভাব্য তারিখ
ওমরাহ ভিসার মেয়াদে পরিবর্তন
X
Fresh