• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ক্যামেরুনে বোকো হারামের হামলায় নিহত ২৪

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৩ জুন ২০১৯, ১১:০৪
ফাইল ছবি

ক্যামেরুনের চাদ হ্রদে একটি দ্বীপে বোকো হারাম জঙ্গিদের হামলায় দেশটির ১৬ সেনাসহ অন্তত ২৪ জন নিহত হয়েছেন। এছাড়া আরও অনেকে আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

রয়টার্স এক প্রতিবেদনে জানায়, রোববার প্রায় ৩০০ বোকো হারাম সন্ত্রাসী দ্বীপটির কয়েকটি সেনা শিবিরে হামলা চালায়। এতে ওই হতাহতের ঘটনা ঘটে।

হামলার শিকার হওয়া চাদ হ্রদের দ্বীপটি ক্যামেরুনের দারাক জেলার আওতাধীন। গত কয়েক বছর ধরেই বোকো হারাম এখানে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে।

হামলা সম্পর্কে দারাক জেলার মেয়র আলি রামাত জানিয়েছেন, হামলাকারীরা নৌকায় করে আসে এবং ৮টি সেনা শিবিরে হামলা চালায়।

এদিকে ক্যামেরুনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হামলা চালানোর পর বোকো হারামের সঙ্গে সেনাদের কয়েকঘণ্টা বন্দুকযুদ্ধ হয়। এতে সন্ত্রাসী গোষ্ঠীর ৬৪ জন সদস্য মারা যায়।

ডি/এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মস্কোয় সন্ত্রাসী হামলার নিন্দা জানালেন প্রধানমন্ত্রী 
রাশিয়ায় কনসার্টে সন্ত্রাসী হামলায় নিহত ৪০, বহু আহত
পাকিস্তানে সন্ত্রাসী হামলায় নিহত ১৫
খাগড়াছড়িতে নৌকার প্রচারণায় হামলা, আহত ৫
X
Fresh