• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

তাজমহলে তিন ঘণ্টার বেশি থাকলে দিতে হবে অতিরিক্ত অর্থ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১২ জুন ২০১৯, ২৩:৩৫
ছবি: সংগৃহীত

ভারতের অন্যতম ঐতিহাসিক নিদর্শন তাজমহলে তিন ঘণ্টার বেশি থাকলে অতিরিক্ত অর্থ দিতে হবে বলে জানিয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (এএসআই)।

বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে এসব কথা জানিয়েছে ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

এএসআইয়ের সুপার বসন্ত কুমার বলেন, প্রতিবছর তাজমহল দেখার জন্য দেশ ও বিদেশের অনেক পর্যটক আসেন।

তিনি বলেন, সপ্তম আশ্চর্যের অন্যতম এই নিদর্শনকে একবার চোখে দেখার জন্য পর্যটকদের ভিড় নিয়ন্ত্রণে আনতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এএসআইয়ের এই কর্মকর্তা জানান, পূর্ব ও পশ্চিম দিক মিলিয়ে মোট সাতটি গেটের মধ্যে পাঁচটি বের হওয়ার জন্য রাখা হয়েছে।

তিনি জানান, বিদেশি পর্যটকদের জন্য আলাদা গেট। এখন থেকে টিকিট কাটার সময় দেয়া হবে একটি টোকেন।

এতে তিন ঘণ্টা সময়সীমা উল্লেখ থাকবে। এর বেশি থাকতে হলে বের হওয়ার গেট থেকে টোকেনটি রিচার্জ করাতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

এতদিন তাজমহল দেখার জন্য পর্যটকরা সকাল থেকে বিকেল পর্যন্ত এখানে সময় কাটাতে পারতেন। তাই নতুন নিয়মে পর্যটকরা মোটেও খুশি নন।

এদিকে তাজমহলের যত্ন ও পরিষ্কারের দিকে লক্ষ্য রাখতে এবং পর্যটকদের সংখ্যা কমাতে উত্তরপ্রদেশ সরকার এই নতুন সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে।

কে/এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতের রাষ্ট্রপতির কাছ থেকে পদ্মশ্রী নিলেন রেজওয়ানা চৌধুরী বন্যা  
ভারত-পাকিস্তান সিরিজ প্রসঙ্গে রোহিতের সঙ্গে সুর মেলালেন আফ্রিদি
ভারতের পররাষ্ট্র সচিব যেদিন আসতে পারেন ঢাকায়
ভারত সিরিজ থেকে বাদ পড়লেন আম্পায়ার তানভীর
X
Fresh