• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

জার্মানিতে দুদিনে তিনটি মসজিদে লাঞ্ছনার ঘটনা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১১ জুন ২০১৯, ২১:২৫
ছবি: তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি

জার্মানিতে গত দুদিনে তিনটি মসজিদে লাঞ্ছনার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয় তুর্কি মুসলিম সম্প্রদায়ের এক নেতা।

মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি।

তুর্কি-ইসলামিক ইউনিয়ন ফর রিলিজিয়াস অ্যাফেয়ার্সের (ডিআইটিআইবি) শীর্ষ কর্মকর্তা মুস্তাফা কোসে জানান, নর্থ রাইন-ওয়েস্টফালিয়া রাজ্যের ক্যামেন শহরের এয়ুপ সুলতান মসজিদের দেয়ালে ‘বেরিয়ে যাও’ লিখে গেছে একটি ডানপন্থি গোষ্ঠী।

মধ্য জার্মানির হেসেন শহরের ক্যাসেল সেন্ট্রাল মসজিদে পাথর ছুড়েছে দুষ্কৃতকারীরা। এছাড়া উত্তরপশ্চিম জার্মানির ব্রেমেন শহরের এক মসজিদে পবিত্র কুরআনের একটি পাণ্ডুলিপি পোড়ানোর ঘটনা ঘটেছে।

কোসে বলেন, ইমাম ও মুসল্লিরা ভীত হয়ে পড়েছেন এবং তারা নামাজের সময় মসজিদের দরজা পাহারা দেয়ার চিন্তাভাবনা করছেন। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। দ্রুতই হামলাকারীরা গ্রেপ্তার হওয়া উচিত।

ইউরোপের রাজনীতিতে যখন ইসলামের ভয়ে ভীত গোষ্ঠীগুলো শক্তিশালী হচ্ছে, ঠিক তখনই এসব হামলার ঘটনা ঘটলো। এর আগে চলতি বছরের মার্চে নিউজিল্যান্ডের দুটি মসজিদে হামলায় ৫১ জন নিহত হন।

কে/এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নামাজ চলাকালে মসজিদে এসি বিস্ফোরণ
বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ
সেহরিতে মসজিদের মাইকে অনবরত ডাকাডাকি, যা বললেন আহমাদুল্লাহ 
বাংলাদেশিদের মসজিদ নির্মাণে মালয়েশিয়ানের ৭ কোটি টাকার অনুদান
X
Fresh