• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

লেবাননের গ্রাম দখলের মহড়া চালালো ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১০ জুন ২০১৯, ২৩:২৬
সংগৃহীত ছবি

লেবাননের গ্রাম দখলের মহড়া চালিয়েছে ইসরায়েল। ইসরায়েল প্রশিক্ষণ একাডেমিতে এ মহড়া চালানো হয়েছে। দেশটির টিভি চ্যানেল-টুয়েলভ এর বরাত দিয়ে এ খবর জানিয়েছে পার্সটুডে।

টিভি চ্যানেলের খবরে বলা হয়েছে- ইসরায়েলের পদাতিক বাহিনী, সাজোয়া ইউনিট, বিমানবাহিনী ও গোয়েন্দা বিভাগ এ মহড়ায় অংশ নিয়েছে। সামরিক মহড়ায় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ বিভাগ এবং টানেল ও বাঙ্কারে যুদ্ধের ইউনিটও যোগ দেয়।

ইসরায়েলি সেনাবাহিনীর প্রশিক্ষণ তত্ত্বাবধানকারী কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল বেনি আশারন বলেছেন, আগামীতে যুদ্ধ হলে আমরা লেবাননের সব গ্রামে ঢুকব না। আমরা কেবল ওই সব গ্রামে হামলা চালাব যেগুলো শত্রুকে পরাজিত করতে ভূমিকা রাখতে পারবে।

গত মাসে লেবাননের হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ সেদেশে যেকোনো আগ্রাসনের বিষয়ে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এ ধরণের কোনও পদক্ষেপ নিলে ইসরায়েলি বাহিনী ধ্বংস হয়ে যাবে। হিজবুল্লাহ তিল পরিমাণ ভূমির বিষয়েও কোনও ছাড় দেবে না বলে জানান তিনি।

ডি/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসরায়েলবিরোধী বিক্ষোভে উত্তাল মার্কিন বিশ্ববিদ্যালয়গুলো, গণগ্রেপ্তার
ইসরায়েলে বড় আকারের রকেট হামলা চালাল হিজবুল্লাহ
গাজায় এক কবরেই মিলল ১৮০ মরদেহ
হিজবুল্লাহর ড্রোন হামলায় আহত ইসরায়েলি সেনা কর্মকর্তার মৃত্যু
X
Fresh