• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

টয়লেট মনে করে বিমানের জরুরি দরজা খুললেন পিআইএ’র যাত্রী

আরটিভি অনলাইন ডেস্ক

  ১০ জুন ২০১৯, ২৩:২৩
ফাইল ছবি

পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) এক নারী যাত্রী টয়লেট মনে করে ভুলে উড়োজাহাজের জরুরি নির্গমন পথের দরজা খুলে ফেলে হুলুস্থুল কাণ্ড ঘটিয়ে দিয়েছেন।

পাকিস্তানের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পিআইএ জানিয়েছে, ম্যানচেস্টার বিমানবন্দরের রানওয়েতে উড়োজাহাজটির জরুরি নির্গমন পথ খুলে যাওয়ার বোতামে চাপ দেন ওই নারী।

ম্যানচেস্টার থেকে ইসলামাবাদ যাওয়া পিআইএ ফ্লাইট পিকে ৭০২ সাত ঘণ্টা বিলম্বিত হয়।

পিআইএ-এর একজন মুখপাত্র বলেন, শুক্রবার রাতে যাত্রার বিলম্ব হয়। এ সময় একজন যাত্রী ভুলক্রমে জরুরি নির্গমন পথ খুলে ফেলেন। ঘটনার পর নিয়ম অনুযায়ী ৪০ যাত্রীকে তাদের লাগেজসহ উড়োজাহাজ থেকে নামিয়ে আনা হয়।

পিআইএ জানায়, যাত্রীদের পরিবহন ও হোটেল সুবিধা দিয়ে পরবর্তী ফ্লাইটে জায়গা করে দেয়া হয়।

এ ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন পিআইএ-এর প্রধান নির্বাহী এয়ার মার্শাল আরশাদ মালিক।

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মুলতানকে কাঁদিয়ে ইসলামাবাদের হ্যাটট্রিক শিরোপা জয়
X
Fresh