• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জারদারি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১০ জুন ২০১৯, ১৯:৪০
সংগৃহীত ছবি

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারিকে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতি বিরোধী সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো। অর্থপাচার মামলায় তাকে গ্রেপ্তার করা হলো।

আজ (সোমবার) ইসলামাবাদে জারদারির বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় জারদারির ছেলে বিলওয়াল ভুট্টো ও মেয়ে আসিফা ভুট্টো উপস্থিত ছিলেন। এ সময় কয়েকশো নেতাকর্মী জারদারিকে বহন করা গাড়ি ঘিরে স্লোগান দেয়।

সংবাদমাধ্যম এপি এক প্রতিবেদনে জানিয়েছে, গ্রেপ্তারের কয়েক ঘণ্টা আগে জারদারি ও তার বোন ফারইয়াল তালপুরের জামিনের মেয়াদ বাড়ানোর অনুরোধ বাতিল করে ইসলামাবাদ হাইকোর্ট।

হাইকোর্টের এই পদক্ষেপের পর আসিফ আলি জারদারি ও তার বোনকে গ্রেপ্তারের পথ সহজ হয়ে যায়। যদিও জারদারির বোন ফারইয়াল তালপুরকে গ্রেপ্তার করেনি দুর্নীতি-বিরোধী সংস্থাটি। এজন্য তারা কোনও ব্যাখ্যাও দেয়নি।

আসিফ আলী জারদারি বর্তমানে পাকিস্তান সংসদের নিম্নকক্ষের একজন আইন প্রণেতা। তার বোনও রাজনীতির সঙ্গে জড়িত যার বিরুদ্ধে কয়েক ডজন ভুয়া ব্যাংক অ্যাকাউন্ট থাকার অভিযোগ উঠেছে। এর আগে গত সোমবার কঠোর নিরাপত্তার মধ্যে এই দুজন এক শুনানিতে অংশ নেয়।

ডি/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নওগাঁয় ভুয়া সিআইডি কর্মকর্তা গ্রেপ্তার 
শিশুকে গলাকেটে হত্যা, নানা গ্রেপ্তার 
আফ্রিদির সঙ্গে দ্বন্দ্বের বিষয়ে যা বললেন বাবর
লক্ষ্মীপুরে ঘরে ঢুকে গৃহবধূকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৭
X
Fresh