• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

সুদানে হত্যাকাণ্ডের পেছনে সৌদি জোট: বিশেষজ্ঞ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৭ জুন ২০১৯, ২৩:৪৬
হত্যাকাণ্ড চালায় সুদানি সেনাবাহিনী। ছবি: ইরানের নিউজ সাইট পার্সটুডে

সুদানের একজন সামরিক বিশেষজ্ঞ জানিয়েছেন, সম্প্রতি তার দেশে সেনাবাহিনী যে ব্যাপক হত্যাকাণ্ড চালিয়েছে, তার পেছনে ছিল সৌদি জোট।

তার মতে, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের পরিকল্পনার অংশ হিসেবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

শুক্রবার (৭ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে একথা জানিয়েছে ইরানের নিউজ সাইট পার্সটুডে।

এতে বলা হয়, এই বিশেষজ্ঞ নাম না প্রকাশের শর্তে মধ্যপ্রাচ্য বিষয়ক গণমাধ্যম মিডল ইস্ট আই’কে একথা জানান।

গত ৩ জুন সুদানের রাজধানী খার্তুমের কেন্দ্রস্থলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পাশে বিক্ষোভকারীদের অবস্থান কর্মসূচিতে হত্যাকাণ্ড চালায় সুদানি সামরিক বাহিনী।

এর আগে সুদানের অন্তর্বর্তী সামরিক পরিষদের প্রধান এবং সামরিক শাসক জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও মিশর সফর করেন।

এই সম্পর্কে সুদানি বিশেষজ্ঞ বলেন, সফরের সময় আলোচনার প্রধান বিষয়বস্তু ছিল অবস্থান কর্মসূচি বানচাল করা।

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও মিশরের কাছ থেকে সবুজ সংকেত না পেলে সেনাবাহিনী এই হত্যাকাণ্ড ঘটাতে সাহস পেত না বলেও উল্লেখ করেন তিনি।

বেসামরিক প্রশাসনের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবিতে গত তিন মাস ধরে সুদানের বিক্ষেভকারীরা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পাশে অবস্থান কর্মসূচি চালিয়ে আসছে।

গত সোমবার এই কর্মসূচির ওপর সুদানি সেনাবাহিনী হামলা চালালে সহিংসতা শুরু হয়। এই সহিংসতায় ৬০ জন নিহত হন বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়।

কে/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সৌদিতে ভারী বৃষ্টিপাতে ডুবে গেছে রাস্তাঘাট
রিয়াদে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত
ইসরায়েলকে সহায়তা প্রসঙ্গে যা জানাল সৌদি আরব
কোরবানির ঈদের সম্ভাব্য তারিখ
X
Fresh