• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

আমিরাতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক

  ০৭ জুন ২০১৯, ১০:২২
ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছে। আমিরাতের কর্মকর্তারা জানিয়েছে, ওমান থেকে ঈদ করে ফেরার সময় যাত্রীবাহী একটি বাস দুর্ঘটনার কবলে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে। খবর খালিজ টাইমসের।

বৃহস্পতিবার বিকেল ৫টা ৪০ মিনিটে দুবাইয়ের শেখ মোহাম্মদ বিন জায়েদ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুবাইয়ের পুলিশ এক টুইট বার্তায় ওই দুর্ঘটনার কথা নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, ওই বাসটিতে ৩১ জন যাত্রী ছিলেন। পুলিশ জানিয়েছে, নিহত ১৭ জনের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। আর আহত পাঁচজনের অবস্থা গুরুতর বলেও জানিয়েছেন তারা।

দুবাইয়ের কর্মকর্তারা জানিয়েছেন, নিহত ও আহতদের রশিদ হাসপাতালে নেয়া হয়েছে। ওই দুর্ঘটনায় আহত হওয়া এক পরিবারের একজন বন্ধু জানিয়েছেন, ওই পরিবারটি ঈদ উদযাপন করে ওমান থেকে ফিরছিল।

নাম প্রকাশ না করার শর্তে ভারতীয় ওই ব্যক্তি জানান, দুর্ঘটনার পর আমার এক বন্ধু কাছ থেকে ফোন পাই। তিনি ওই দুর্ঘটনায় আহত হয়েছে বলে আমাকে জানায়।

তিনি জানান, দুর্ঘটনায় আমার বন্ধুর স্ত্রী ও শিশু আহত হয়নি। আমরা রশিদ হাসপাতালে এসেছি। কিন্তু এখনও তাদের সঙ্গে দেখা করতে পারিনি।

এদিকে ভয়াবহ ওই দুর্ঘটনায় হতাহতের মধ্যে বাংলাদেশের কোনও নাগরিক আছেন কিনা-তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লরি-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে আগুন, নিহত ১
বাস থেকে পড়ে যান হেলপার, মাথার ওপর দিয়ে চলে গেল চাকা
মেহেদির রং শুকানোর আগেই প্রাণ গেল প্রবাসী যুবকের
ত্রিশালে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
X
Fresh