• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ফ্রান্সে বায়ু দূষণের ফলে অসুস্থ মা-মেয়ের রাষ্ট্রের বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৬ জুন ২০১৯, ২১:১৩
ছবি: ডয়চে ভেলে

ফ্রান্সে এক মা এবং তার মেয়ে তাদের অসুস্থতার জন্য বায়ু দূষণকে দায়ী করে রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করেছেন। বর্তমানে আদালতে শুনানি চলছে মামলাটির। খবর ডয়চে ভেলের।

তাদের অভিযোগ, বায়ু দূষণকে ঠেকাতে পর্যাপ্ত পদক্ষেপ না নেয়ার ফলে তাদের নিশ্বাসে নানা সমস্যা দেখা দিয়েছে।

এই ৫২ বছর বয়সী মা বর্তমানে অসুস্থতার ফলে কর্মবিরতিতে। তার ১৬ বছরের মেয়ে ভুগছে হাঁপানিতে। ডাক্তারের পরামর্শে তারা প্যারিস ছেড়ে অরলিন্স শহরে থাকছেন।

তাই এই মামলায় তারা চিকিৎসা ও অন্যান্য ক্ষতিপূরণ হিসেবে রাষ্ট্রের কাছে ১৬০,০০০ ইউরো দাবি করেছেন।

দেশটিতে এমন মামলা এর আগেও হয়েছে। মা-মেয়ের মামলার মতো আরও তিনটি মামলার শুনানি শুরু হবে চলতি বছরের জুন মাসে।

রেস্পায়ার নামের একটি বেসরকারি সংস্থা ফ্রান্সের প্রায় ৫০ জনকে বেশকিছু দিন ধরে এমন মামলায় আইনি সহায়তা প্রদান করছে।

পাবলিক হেলথ ফ্রান্স এজেন্সির মতে, প্রতি বছর ফ্রান্সে আনুমানিক ৪৮,০০০ জন বায়ু দূষণজনিত রোগের কারণে মারা যান।

সমস্যার মোকাবিলা করতে ২০১৬ সালের ডিসেম্বর মাসে দেশটির সরকারের পক্ষ থেকে যানবাহন চলাচলের ওপর কড়াকড়ি আরোপ করা হয়।

বায়ু দূষণ প্রতিরোধে ১৯৯৭, ২০১৪ ও ২০১৫ সালেও এমন ব্যবস্থা নেয়া হয়। গত বছর ইউরোপিয়ান কোর্ট অব জাস্টিসে ফ্রান্সসহ পাঁচটি দেশের বিরুদ্ধে মামলা করে ইউরোপিয়ান কমিশন।

দীর্ঘ ১২ বছর ধরে কমিশনের পক্ষ থেকে একের পর এক সতর্কবার্তা পাঠানোর পরও বাতাসের মানোন্নয়নের বিষয়ে ফ্রান্স কর্তৃপক্ষ নিষ্ক্রিয় ছিল। তাই মামলা করার সিদ্ধান্ত নেয় এই কমিশন।

কে/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কঠিন গ্রুপে আর্জেন্টিনা, সহজ গ্রুপে ফ্রান্স
ফ্রান্সে গুগলের ২৫০ মিলিয়ন ইউরো জরিমানা
ফ্রান্সের উদ্দেশ্যে স্পিকারের ঢাকা ত্যাগ
গ্রুপ অব ডেথে ইতালি-ফ্রান্স-বেলজিয়াম
X
Fresh