• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

মিশরে সন্ত্রাসী হামলায় ৮ পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক

  ০৬ জুন ২০১৯, ১২:০৪
ছবি: সংগৃহীত

মিশরের সিনাই উপদ্বীপে নিরাপত্তা বাহিনীর একটি তল্লাশি চৌকিতে সন্ত্রাসীদের হামলায় আটজন পুলিশ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। এ সময় নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিতে প্রাণ হারায় পাঁচ সন্ত্রাসী।

আরও কয়েকজন সন্ত্রাসী ওই হামলার পর পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। তবে বুধবার সকালে চালানো ওই হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি।

খবরে বলা হয়েছে, বুধবার সকালে সিনাই উপদ্বীপের এল আরিস শহরে ঈদের নামাজ আদায় করছিলেন সেখানকার মুসলমানরা। সে সময়ই এ হামলা চালানো হয়। এতে আট পুলিশ সদস্য নিহত হয়।

নিরাপত্তা বাহিনী জানিয়েছে, জঙ্গিরা মূলত নিজেদের পালিয়ে যাওয়ার ব্যবস্থা করতেই এ হামলা চালিয়েছিল। তবে হামলার পরপরই নিরাপত্তা বাহিনীর একটি যুদ্ধবিমান তাদের ওপর পাল্টা হামলা চালায়। সে সময় জঙ্গিদেরও পাঁচ সদস্য নিহত হয়।

মিশরের উত্তর সিনাইয়ে গত কয়েক বছর ধরেই সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা বেড়েছে। সেখানে সন্ত্রাসী হামলায় এ পর্যন্ত শত শত পুলিশ ও সেনা নিহত হয়েছেন।

২০১৩ সালে দেশটিতে গণতান্ত্রিকভাবে প্রথম প্রেসিডেন্ট মুহাম্মাদ মুরসিকে ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনী। এরপর থেকেই সেখানে সন্ত্রাসী তৎপরতা বেড়ে গেছে।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফরিদপুরে মন্দিরে অগ্নিকাণ্ডে এলাকা রণক্ষেত্র, ২ ভাই নিহত
ঘরে ঝুলছিল তরুণের মরদেহ
চলছে শিল্পী সমিতির নির্বাচন : এফডিসিতে নিরাপত্তা জোরদার
পর্যটকদের মারধর, এএসপি বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
X
Fresh