• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

আল্লাহ রোজায় খুশি হয়ে শান্তির বৃষ্টি দিয়েছেন: মমতা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৫ জুন ২০১৯, ১৭:৩৩
ভারতের পশ্চিমবঙ্গের রেড রোডে ইদের নামাজের মঞ্চে রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: তার টুইটার অ্যাকাউন্ট থেকে নেয়া

আল্লাহ মুসলমানদের রোজায় খুশি হয়ে ঈদের দিনে শান্তির বৃষ্টি দিয়েছেন বলে মন্তব্য করলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার সকালে রাজ্যটির রেড রোডে অনুষ্ঠিত এক ঈদের নামাজের মঞ্চে উপস্থিত হয়ে বক্তব্য প্রদানকালে এই মন্তব্য করেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এই বৃষ্টি শান্তির বৃষ্টি। এই বৃষ্টি বলছে যে আকাশও আপনাদের সঙ্গে আছে। আপনারা ভয় পাবেন না।

তিনি উপস্থিত মুসলিমদের উদ্দেশে বলেন, আপনারা ভাল থাকুন, আপনারা এগিয়ে চলুন, আপনারা মানবতার জন্য কাজ করুন।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ইনশাআল্লাহ ঈদ আপনাদের ভবিষ্যৎ, পরিবার, সমাজ, সংস্কার, রাজ্য, দেশ এবং সারা বিশ্বের জন্য খুশির হোক।

তিনি বলেন, এই ঈদ আপনাদের জীবনে নতুন সকাল আনবে। কেউ রুখতে পারবে না। কেউ যদি বাধা দেন, তা হলে তার জন্য দুঃখিত।

তিনি উপস্থিত মুসলিমদের উদ্দেশে বলেন, একতা, ধর্মনিরপেক্ষতা, রাজ্যের ও দেশের পরম্পরার জন্যর আপনারা সবসময় সাহায্য করেন।

তাই আপনাদের সাহায্য, আশীর্বাদ এবং শুভেচ্ছার জন্য পশ্চিমবঙ্গের পক্ষ থেকে আমি কৃতজ্ঞ বলেও উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পশ্চিমবঙ্গের বসিরহাটে সম্প্রীতির অনন্য নজির
প্রথম পর্বে পশ্চিমবঙ্গে সন্ত্রাস, কারচুপি আর ‘কারসাজি'র ভোট
ভারতের লোকসভা নির্বাচনে প্রথম ধাপে ভোটদানের রেকর্ড
তীব্র গরমে পশ্চিমবঙ্গে সরকারি স্কুল বন্ধ ঘোষণা
X
Fresh