• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ভারতে নামাজিদের ওপর গাড়ি তুলে দেয়ায় আহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক

  ০৫ জুন ২০১৯, ১৫:৩০
ছবি: ইন্ডিয়া টুডে থেকে নেয়া

ভারতের নামাজরত ব্যক্তিদের ওপর দ্রুতগতির একটি গাড়ি তুলে দেয়ার ঘটনায় কমপক্ষে ১৭ জন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, সকালে ঈদের নামাজ আদায়ের সময় এ ঘটনা ঘটেছে। খবর ইন্ডিয়া টুডের।

খবরে বলা হয়েছে, পূর্ব দিল্লির খুরেজি এলাকার একটি মসজিদে এ ঘটনা ঘটেছে। ওই ঘটনার পর ওই এলাকায় তাৎক্ষণিকভাবে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

ডেপুটি কমিশনার অব পুলিশ (শাহদারা) মেঘনা যাদব বলেছেন, এখন পর্যন্ত ১৭ জন ব্যক্তিকে নিকটবর্তী একটি হাসপাতালে নেয়া হয়েছে। আমরা অভিযুক্ত ব্যক্তির ঠিকানা খুঁজে পেয়েছি। তাকে গ্রেপ্তার করা হবে।

এদিকে ঈদের সময় ইবাদতকারীদের ওপর গাড়ি তুলে হামলার ঘটনা কিভাবে ঘটলো সেটির তদন্ত শুরু করেছে পুলিশ। তারা জানিয়েছে, ঈদের নামাজের সময় মানুষজন রাস্তায় ঈদের নামাজ পড়েন সেটা আগে থেকেই জানে পুলিশ।

উল্লেখ্য, ভারতে আজ মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আজ সকালে ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন।

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপি নেতাদের স্ত্রীরা ভারতীয় শাড়ি তেমন কেনেন না : রিজভী
ভারতীয় পণ্য বর্জন আন্দোলন নিয়ে বিএনপিতে দ্বন্দ্ব!
বিএনপির ভারত বর্জন কর্মসূচির কারণ জানালেন নাছিম
ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে শুক্রবার
X
Fresh