• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

লন্ডনে মসজিদে মুসল্লিদের ওপর হাতুড়ি নিয়ে হামলা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৩ জুন ২০১৯, ২১:৪৯
ছবি: যুক্তরাজ্যের সংবাদপত্র ইন্ডিপেন্ডেন্ট

যুক্তরাজ্যের লন্ডনে একটি মসজিদে মুসল্লিদের ওপর হাতুড়ি নিয়ে হামলা করায় এক ব্যক্তিকে আটক করার ঘটনা ঘটেছে।

সোমবার ভোর সাড়ে চারটার দিকে লন্ডনের সাউথহলের হেইস রোডে অবস্থিত এই মসজিদে হামলার খবর পায় বলে জানায় মেট্রোপলিটন পুলিশ।

এই আইনপ্রয়োগকারী সংস্থার বরাত দিয়ে স্থানীয় সংবাদপত্র ইন্ডিপেন্ডেন্ট জানায়, মসজিদে অবস্থানরত মানুষদের ওপর হামলার চেষ্টা চালান ৩৮ বছর বয়সী এক ব্যক্তি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তাকে আটক করেন মুসল্লিরা।

গণমাধ্যমটিতে প্রকাশিত এ সংক্রান্ত এক প্রতিবেদনে বলা হয়, পরবর্তীতে তাকে মানুষকে শারীরিকভাবে আহত করার অভিযোগে গ্রেপ্তার করা হয়। তাকে পশ্চিম লন্ডনের একটি পুলিশ স্টেশনে রাখা হয়েছে।

মেট্রোপলিটন পুলিশের এই প্রতিবেদনে বলা হয়, এই ঘটনায় কেউ নিহত বা আহত হননি এবং এটিকে সন্ত্রাসী হামলা হিসেবে দেখা হচ্ছে না।

ঘটনাটি তদন্ত করার জন্য পুলিশ কর্মকর্তারা এদিন সকাল পর্যন্ত ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে জানায় যুক্তরাজ্যের সংবাদপত্রটি।

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাগলা মসজিদের দানবাক্সে এবার রেকর্ড ২৭ বস্তা টাকা
উত্তপ্ত পরিস্থিতিতে ইসরায়েলকে যে পরামর্শ দিল যুক্তরাজ্য
মসজিদের বারান্দায় যুবকের ঝুলন্ত মরদেহ
টাকা কমানোয় এ বছর ৮৪ হাজার মুসল্লি হজ পালন করবেন : ধর্মমন্ত্রী
X
Fresh